#Pravati Sangbad Digital Desk:
নোট বাতিলের ইস্যুতে আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের, এবার মামলা করলেন মুম্বাইয়ের এক প্রবাসী বাঙালি মনোরঞ্জন রায়। সূত্রের খবর, তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নোট বাতিলের জন্য। তাঁর দাবি, “২০১৬ সালের ৮ই নভেম্বর নোট বাতিলের প্রায় দেড় বছর আগে থেকেই শুরু হয়েছিল নতুন ৫০০ টাকার নোট ছাপার কাজ। শুধু তাই নয়, তাতে উর্জিত প্যাটেলের সাক্ষর রয়েছে যিনি সেই সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে ছিলেন না”। প্রসঙ্গত সম্প্রতি শীর্ষ আদালতে নোট বাতিলের একটি মামলার শুনানি ছিল, সেখানে কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়েছে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে নোট বাতিলের আলোচনা শুরু হয় এবং তাতে হাত রয়েছে রিজার্ভ ব্যাঙ্কেরও। দীর্ঘ ছয় মাস ধরে আলোচনার পরে নোট বাতিলের মতো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে মনোরঞ্জন রায়ের করা আরটিআই-র উত্তরে কেন্দ্র জানিয়েছে নোট বাতিলের প্রায় দেড় বছর আগে থেকেই নতুন ৫০০ টাকার নোট ছাপার কাজ শুরু হয়েছিল। উল্লেখ্য, নোট বাতিলের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা আমাদের সকলের জানা, রীতিমতো টাকার জন্য হাহাকার লেগে গিয়েছিল গোটা দেশে। নোট বাতিলের প্রধান উদ্দেশ্য হিসাবে কালো টাকার উৎস বন্ধের কথা জানিয়েছিল কেন্দ্র সরকার। তবে রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী তাঁরা যে পরিমাণ টাকা বাজারে ছেড়েছিল, ঠিক সেই পরিমাণ টাকা ফিরে গিয়েছিল নোট বাতিলের ফলে। অর্থাৎ মনোরঞ্জন বাবুর কথায়, তাঁকে দেওয়া আরটিআই-র জবাব এবং সুপ্রিম কোর্টে জমা দেওয়া ১৬ পাতার হলফনামার মধ্যে ফারাক রয়েছে বিস্তর।