Flash News
Monday, September 22, 2025

দু’টি মোবাইল ফোনে ঢাকা বক্ষযুগল, উরফি বললেন, ‘চার্জ রয়েছে ভরপুর’

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

উরফি ভিডিয়ো প্রকাশ করবেন আর বিতর্ক শুরু হবে না, তা কি হয়? বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী তাঁকে বলা যায় না। তবু উরফি মানেই বিতর্ক। কারণ তাঁর ব্যতিক্রমী সব পোশাক। উরফি জাভেদকে কেন্দ্র করে নেটমাধ্যমে যে ঝড় ওঠে, তা অনেকের কাছেই ঈর্ষণীয়। এর আগে কখনও সেফটি পিন দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ফোটো দিয়ে তৈরি জামা পরে নজর কেড়েছিলেন তিনি। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে। ফোন দিয়ে তৈরি অন্তর্বাস পরলেন তিনি।

উরফি জাভেদ প্রায়ই তার লুকের কারণে শিরোনামে থাকেন। উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সৃজনশীল পোশাক এতটাই দর্শকদের চমকে দেয় যে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷

তাঁকে নিয়ে ভাল কথা মন্দ কথা যা খুশি বললেও তাঁর আজব সাজের কিছুই এসে যায় না৷ তিনি নিয়মিতই ভিডিও শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদ একজন স্টাইল আইকন। এমনকি বলিউডের স্টাইল আইকন রণবীর সিংও উরফি জাভেদের ফ্যাশন সেন্সের ভক্ত।

সম্প্রতি উরফি জাভেদ তার নতুন লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একেবারে কাঁপিয়ে দিয়েছেন। উরফি তাঁর নতুন চেহারায় অভিনবত্বের সব সীমা একেবারে পেরিয়ে গেছেন৷ সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে ফ্যাশন আইকন উরফি জাভেদের সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দিয়েছেন৷

উরফি জাভেদ তাঁর স্তন ঢেকে রেখেছেন দুটি মোবাইল ফোন দিয়ে৷ তাঁর লুক দেখে সকলে বাকরুদ্ধ ও স্তব্ধ। ইউএসবি ওয়্যার দিয়ে দুটি মোবাইল ফোন সংযুক্ত করে উরফি তাঁর স্তনের চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন। তিনি নীল রঙের কোট এবং প্যান্টের সঙ্গে স্তন ঢেকে রাখার কাণ্ডটি করে ফেলেছেন। এই ভিডিওটি শেয়ার করার সময়, উরফি ক্যাপশনে লিখেছেন "ফুল চার্জড"।


ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই লাইক লক্ষ ছাড়িয়েছে৷ উরফির লেটেস্ট লুকে তাঁর ফ্যানরা তাঁদের ভালবাসা উজাড় করে দিয়েছেন৷

ইনস্টাগ্রামে প্রায় আটত্রিশ লক্ষ অনুরাগী রয়েছেন উরফির। ইতিমধ্যেই ভিডিয়ো দেখে নতুন অবতার পছন্দ করেছেন সাতষট্টি হাজারের বেশি নেটাগরিক। মন্তব্য করার জায়গায় অবশ্য বাহবা যেমন দিয়েছেন অনেকে, তেমনই ছুটে এসেছে কটাক্ষ। কেউ বলেছেন, এ ভাবে সমাজমাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছেন তিনি। কেউ আবার বলছেন, শুধু প্রচারে থাকতেই নিজের শরীরকে ব্যবহার করছেন।

এর কিছুদিন আগেই উরফিকে দেখা গেল বেবি পিঙ্ক কালারের স্যুটে। ট্র্যাডিশানাল স্যুটে এই মডেল এবং অভিনেত্রীকে অন্যরকম দেখাচ্ছিল৷

উরফি জাভেদ 'বিগ বস ওটিটি' থেকে স্বীকৃতি পেয়েছেন , পাশাপাশি তাঁকে অনেক টিভি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গেছে। 'বিগ বস ওটিটি'-এর প্রথম সিজনে অংশ নিয়ে তিনি অনেক শিরোনাম করেছিলেন। এ ছাড়া 'মেরি দুর্গা', 'চন্দ্রা নন্দনী'-এর মতো ধারাবাহিকেও দেখা গেছে তাকে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব চলচ্চিত্র বিনোদন
Related News