Flash News
Monday, September 22, 2025

গ্ল্যামার ধরে রাখতে কি করেন নিতা আম্বানি ? জেনে নিন !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati Sangbad Digital Desk:

মুকেশ আম্বানির কথা সকলেই জানে। তাঁর পরিবারের সদস্যদেরও চেনেন সবাই। বিশেষ করে মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি প্রায়ই আলোচনার বিষয় হয়ে থাকেন। ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি। পৃথিবীর ১০ জন ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছেন তিনি। মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের মধ্যে অন্যতম। মুকেশ আম্বানি ও তার পরিবার তাদের লাক্সারি জীবনযাপনের জন্য প্রায়ই আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে।

বিশেষ করে মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি প্রায় আলোচনার শীর্ষে থাকেন। তাঁর লাক্সারি শখ ও সৌন্দর্য্যের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এমনকি পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যা আম্বানি পরিবারের কাছে নেই। সবচেয়ে দামি বাড়ি হোক বা সবচেয়ে দামি গাড়ি সবকিছুই রয়েছে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের কাছে। তবে মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানির রূপের কথা না বললেই নয়। তাঁর সৌন্দর্য্য বলিউডের কোনো সুন্দরী অভিনেত্রীর থেকে কম নয়। ৫৮ এ পা দিলেও তাঁর গ্ল্যামার ও ঔজ্জলতা এখনো ছুঁতে পারেনি সেই বয়সকে। বয়সকে সরিয়ে রেখে এখনো বজায় রেখেছেন নিজের সৌন্দর্য্য।  


বর্তমানে ৫৮ বছর বয়স তাঁর। কম বয়সে তিনি ছিলেন অপরূপ সুন্দরী। তার জীবনযাপন নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা হয়। তাঁর দামি শাড়ি থেকে ব্র্যান্ডেড হ্যান্ড ব্যাগ, জুতো থেকে শুরু করে কসমেটিক্স, এমনকি তার সকালের চা থেকে দিনে তিনি যে ব্র্যান্ডের জল পান করেন সেসবের দাম আকাশছোঁয়া। কিন্তু নিজের জৌলুস ধরে রাখতে ও শরীরকে সুস্থ রাখতে তিনি নিত্যদিন যে কাজগুলি করে থাকেন তা যেকোনো সাধারণ মানুষ অনায়াসে অনুসরণ করতেই পারেন।

অনেকেরই ধারণা নিতা আম্বানি কোনো বড় ব্র্যান্ডের কসমেটিক্স ব্যাবহার করেন। শুধু ক্রিমের দ্বারা এরম সৌন্দর্য্য ধরে রাখা সম্ভব না। এরজন্য দরকার নিয়মিত খাওয়া - দাওয়া করা ও শরীর চর্চা করা। মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি একটি রুটিন অনুযায়ী সারাদিন চলেন। রুটিন অনুযায়ী তিনি প্রতিদিন রাত ১০ টা থেকে ১১ টার মধ্যে ঘুমোতে চলে যান। ভোর ৫ টা নাগাত ঘুম থেকে ওঠেন। এরপর শরীরচর্চা করেন নিতা আম্বানি। ব্রেকফাস্টে ফলের রস খান। বাইরের তেলেভাজা বা অন্য কোনো বাইরের খাবার খাওয়া পছন্দ করেননা তিনি। এই হলো নিতা আম্বানির প্রতিদিনের রুটিন। যা কোনো সাধারণ মানুষ সহজেই অনুসরণ করতে পারেন। কি খাচ্ছেন , কতটা খাচ্ছেন ও কখন খাচ্ছেন এই বিষয়গুলি মাথায় রেখে সারাদিন চললে ও সঠিকভাবে নিয়মিত শরীরচর্চা করলে যেকোনো মানুষ সহজেই তাঁর সৌন্দর্যতা বজায় রাখতে পারবেন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব রূপচর্চা
Related News