Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ডিসেম্বর থেকে

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati Sangbad Digital desk:

বদলে যাচ্ছে ফেসবুক ; চাকরি খোয়াতে বসেছে বহু কর্মী, 

আজকাল ফেসবুক একটি অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এখানে মানুষ তাঁর প্রতিদিনের কাজকর্ম , ব্যাক্তিগত মতামত , নিজেদের বিষয়ে নানা তথ্য সেয়ার করে থাকে। তবে সম্প্রতি ফেসবুকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে মেটা। এতদিন পর্যন্ত ফেসবুক ব্যাবহার করা মানুষদের প্রোফাইলে তাদের নিজস্ব ব্যক্তিগত তথ্য ও নিজস্ব মতামতের বেশ কয়েকটি কলামের দেখা পাওয়া যেত। কিন্তু পরের মাস থেকে আসবে বেশ কিছু পরিবর্তন। ফলে এই কলামগুলির মধ্যে থেকে বেশ কয়েকটি কলাম সরে যাবে। এই পরিবর্তনের পর ফেসবুক প্রোফাইলে সেক্সুয়াল প্রেফারেন্স দেখা যাবে না। পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীদের ধর্মীয় মতামত, রাজনৈতিক মতামত, ঠিকানা - এসব  এখন থেকে ডিসপ্লে করা হবে না বলে জানান মেটা মালিকানাধীন সংস্থা। কোম্পানি ঘোষণা করেছে আগামী ১ লা ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

সর্বপ্রথম এই খবরটি প্রকাশ্যে আনেন সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা। বেশ কয়েকটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করে তিনি জানান, আগামী ১ লা ডিসেম্বর থেকে ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে বেশ কয়েকটি কলাম না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এতদিন পর্যন্ত ফেসবুকে ব্যাবহারকারীর রাজনৈতিক মতামত, ধর্মীয় মতামত উল্লেখ করার জন্য একটি সম্পূর্ণ কলাম থাকত। তবে এখন আর তা থাকবে না। এই পরিবর্তন সম্পর্কে ইতিমধ্যেই ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠানো শুরু করে দিয়েছে ফেসবুক। মেটার এক মুখপাত্র এমিল ভাজকুয়েজ জানান, যে সকল ব্যাবহারকারীদের এই কলামগুলি পূর্ণ করা আছে, তাদেরকে সংস্থার তরফ থেকে নোটিফিকেশন পাঠিয়ে অবগত করা হচ্ছে যে, আগামী ১লা ডিসেম্বর থেকে এই কলামগুলির অস্তিত্ব থাকবে না।                                                               

উল্লেখ্য, সম্প্রতি এগারো হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছে মেটা। কোম্পানির তরফে জানানো হয়েছে , মোট কর্মীসংখ্যার অন্তত ১৩ শতাংশ কর্মী বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ। শুধু তাই নয়, সংস্থার এই ভয়াবহ সিদ্ধান্তের ফলে কানাডায় গিয়ে চাকরিতে যোগ দেওয়ার মাত্র দুদিনের মধ্যেই খড়গপুর আইআইটির এক ছাত্রকে চাকরি হারাতে হয়েছে। সংস্থার প্রধান হিসেবে দুঃখপ্রকাশ করেছেন খোদ মার্ক জুকারবার্গ জানিয়েছেন, মেটাভার্স প্রকল্পের জন্য কোম্পানি ইতিমধ্যেই বিপুল টাকা বিনিয়োগ করেছে। কিন্তু এখনও পর্যন্ত বিশেষ লাভ দেখতে পায়নি কোম্পানি। ২০০৪ সালের পর এই প্রথম এক বড়ো আর্থিক বিপর্যয়ের সামনে পড়েছে মেটা। সেই ক্ষতির সামাল দিতেই অনেক প্রতিভাবান কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্ক জুকারবার্গ আরো বলেন, যে সকল কর্মীকে ছাঁটাই করা হবে, তারা ১৬ সপ্তাহের মূল বেতনের সাথে প্রতি বছরের হিসেবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন। এছাড়াও, কর্মী ও তার পরিবারের সদস্যদের ৬ মাসের শারীরিক চিকিৎসার খরচ বহন করবে সংস্থা। মার্ক জানান, আপাতত নতুন করে কোনো কর্মী নিয়োগ হবে না মেটায়। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক
Related News