Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ব্যাঙ্ক এবার থেকে আর জোর করে ঋণ আদায় করতে পারবে না

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

মানুষ তার প্রয়োজনীয় কাজের জন্য লোন নেয় ব্যাংক থেকে। এবং সেই লোন সুদসহ ব্যাংকে ফেরত দিতে হয় নির্দিষ্ট সময় ধরে। ধনী থেকে দরিদ্র প্রায় সবাই এই লোন নিয়ে থাকে।দরকারে বা অত্যন্ত প্রয়োজনের সময় লোন নিলে আজকের লেখাটি আপনাকে বিশেষ সাহায্য করতে পারে। এখন থেকে ব্যাঙ্কের লোন ফেরত দিতে দেরি হলে কেউ কোনো জরিমানা বা হুমকি দেবে না। এই বিষয়ে এক নতুন নির্দেশিকা জারি করেছে আরবিআই। পাশাপাশি সেই সম্বন্ধীয় সুবিধা লাভ করবেন বহু উপভোক্তা। এতদিন গ্রাহকরা ঋণ নিলে তা সঠিক সময়ে পরিশোধ করতে না পারলে, দেরি হলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দিত কিন্তু তারপর ব্যাংকের তদারকি কর্মীরা এসে তাগাদা করত সেই ঋণএর মূল্য। কিন্তু এইবার এই নিয়মে এসেছে এক নয়া সিদ্ধান্ত। কড়া নির্দেশ অনুযায়ী, দেশের সমস্ত ব্যাঙ্ক এবার থেকে আর জোর করে ঋণ আদায় করতে পারবে না। এছাড়াও আরও জানানো হয়েছে যে, ব্যাংকগুলো যেন ঋণগ্রহীতার আত্মীয়স্বজন, এমনকি পরিচিত ব্যক্তিদেরও হয়রানি করা বন্ধ করে। নির্দেশিকায় জারি করা হয় এবার থেকে সন্ধা ৭ টা এবং ৮ টার আগে ব্যাঙ্ক থেকে আর কোনো ফোন যাবেনা গ্রাহকদের কাছে।এই নয়া সার্কুলার সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, সমস্ত নন-ব্যাঙ্ক আর্থিক সংস্থা, সম্পদ পুনর্গঠন সংস্থাগুলি, সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠান এবং সমস্ত প্রাথমিক শহুরে সমবায় ব্যাঙ্কগুলির জন্য প্রযোজ্য। ব্যাঙ্ক এবং অন্যান্য এনবিএফসি এর মতো সংস্থাগুলির গ্রাহকদের হুমকি দেওয়া এছাড়াও কুরুচিকর ভাবে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বার্তা পাঠানো বন্ধ করা উচিত। গ্রাহকদের উদ্দেশ্যে করা নির্দেশ দেওয়ার সাথে সাথে স্পষ্ট হয়েছে যে, ব্যাঙ্ক কোনো ব্যক্তিকে শারীরিক বা মৌখিক আঘাত দিতে পারবে না। ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ ফেরত দিতে দেরি হলে তাকে বিভিন্নভাবে টর্চার হতে হত। সেই বিষয়ে গ্রাহকরা কোনো অভিযোগ করলে তাও বিশেষভাবে দেখা হতনা কিন্তু এইবার সেটাকেও বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অর্থনীতি
Related News