Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সুরের তালে মেলবন্ধন ঘটলো কলকাতা এবং নিউইয়র্কের

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Degital Desk:

এবার মেলবন্ধন দেশ ও বিদেশের মধ্যে। দেশের মাটি ছুঁয়ে গেলো বিদেশের মাটিকেও। "প্রভু আমার" রবীন্দ্রসংগীতের মাধ্যমে এক আন্তর্জাতিক মেলবন্ধন ঘটল নিইইয়র্ক থেকে কলকাতার মধ্যে। গায়িকা হৃতি টিকাদার জানান, "একদিন সকালে, আমি এই গানটি গেয়ে আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। খুব অবাক হয়ে জোনাইদি আমাকে নিউইয়র্ক থেকে ফোন করে এই রবীন্দ্রসঙ্গীতটা রেকর্ড করার আগ্রহ প্রকাশ করেন। আর এভাবেই শুরু হলো 'প্রভু আমার' নিয়ে আমাদের যাত্রা। আমি শোভনদার সাথে কাজ করে গানটা খুব উপলব্ধি করে গেয়েছি। যিনি আমার প্রিয় এই গানের এক সুন্দর সাঙ্গীতিক পুনর্বিন্যাস করেছেন"। কিছুদিন আগেই জেএসই মিউজিক থেকে মুক্তি পেয়েছে রবীন্দ্রনাথের "প্রভু আমার" সঙ্গীতটি। গানটি গেয়েছেন হৃতি টিকাদার। হৃতি টিকাদার প্রতিভাবান ওড়িশি একক নৃত্য শিল্পী মনামি নন্দীর সাথে এই গানে কাজ করেছেন। ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাই সিং বলেন, "হৃতির প্রাণময় গান মনামির অভিব্যক্তিপূর্ণ নাচের মাধ্যমে অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গান।

এই আইকনিক রবীন্দ্রসঙ্গীতটা সামগ্রিক পরিবেশনার গুনে  নতুনভাবে উপস্থাপিত হয়েছে। আমাদের লক্ষ্যকে সামনে রেখে, জেএসই মিউজিক আগামী প্রতিভা এবং তরুণ শিল্পীদের কণ্ঠে বিভিন্ন রবীন্দ্রনাথের গান রেকর্ড করা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে"। জোনাই সিং আরো জানান, "কখনও কখনও ভালো কথা, সুর খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত এক গানের খনি। ওঁর গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য উন্মুক্ত। আমি শোভনকে ধন্যবাদ জানাই এই মিউজিক্যাল প্রোজেক্টটি গ্রহণ করার জন্য। আমরা আশা করছি আমাদের #টেগরলাভ সিরিজটি সকলের সাথে, বিশেষ করে তরুণ প্রজন্মের সাথে যোগ স্থাপন করবে"। এক গান নিয়ে শোভন গঙ্গোপাধ্যায় বলেছেন, "এটা আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্রনাথের গানগুলির মধ্যে অন্যতম। হৃতি অত্যন্ত মনোগ্রাহী পরিবেশনা করেছেন। আমি কলকাতার সেরা কিছু যন্ত্রসংগীত শিল্পীদের সাথে সংগীত আয়োজনে আমার যথাসাধ্য চেষ্টা করেছি"।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সংস্কৃতি
Related News