Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

জগদীপ ধনকড়ের পর নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ । রাজ্যের নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস। গতকাল রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। আদতে কেরলের বাসিন্দা সি ভি আনন্দ বোস প্রাক্তন আইএএস অফিসার। তাঁর বাবা বাসুদেব নায়ার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের যোদ্ধা। তাই ছেলের নামে 'বোস' শব্দটি রেখেছিলেন। বর্তমানে সি ভি আনন্দ মেঘালয় সরকারের উপদেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ সি ভি আনন্দকে লা গণেশনের স্থলাভিষিক্ত করা হল। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নতুন রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনার সৌজন্য দেখায়নি কেন্দ্র। শুধুমাত্র 'নাম কা ওয়াস্তে' সরকারিভাবে নামটি জানিয়ে দেওয়া হয়েছে। জগদীপ ধনকার উপ রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন। এতদিন মণিপুরের রাজ্যপাল লা গণেশন অস্থায়ীভাবে এরাজ্যের দায়িত্ব সামলাচ্ছিলেন। অবশেষে পঞ্চায়েত ভোটের আগে স্থায়ী রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। রাজ্যপাল হিসেবে নাম ঘোষণার পর এক বেসরকারি টেলিভিশনে সি ভি আনন্দ বলেন, 'বাংলার সঙ্গে আমার আত্মিক যোগ রয়েছে। রাজ্যের উন্নয়নে সংবিধান মেনে কাজ করব।'

ধনকার জমানায় নবান্ন-রাজভবন দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছিল। বিবৃতি-পাল্টা বিবৃতিতে উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। শাসকদল তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে, জগদীপ ধনকার বিজেপির তালে তাল মিলিয়ে রাজ্য সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। তবে উল্টোদিকে, লা গণেশনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল রাজ্য সরকারের। তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই হঠাত্‍ করে নতুন রাজ্যপালের নাম ঘোষণার মাধ্যমে কি দিল্লি সংঘাতের পূর্বাভাস দিল? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজনৈতিক মহলের বক্তব্য, প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ সি ভি আনন্দ। কেরল বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর মোদিকে যে তিনটি রিপোর্ট পাঠানো হয়েছিল, তার নেপথ্যেও ছিলেন ইনিই। কোভিড পরবর্তীকালে শ্রমিক কল্যাণে যে এক সদস্যের কমিশন গঠন করেছিল কেন্দ্রীয় সরকার, তাঁরও সদস্য ছিলেন সি ভি আনন্দ। তাঁকে স্বয়ং প্রধানমন্ত্রী 'ম্যান অব আইডিয়া'র তকমা দিয়েছেন।
#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News