Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

হলিউডে ঝোঁক আরিয়ানের

banner

journalist Name : Aparna Dutta

# Pravati Sangbad Digital Desk:

শাহরুখের খুব কাছের মানুষ করণ জোহর। তাই সবাই ধরেই নিয়েছিল করণ জোহরের ছবি দিয়েই হাতে খড়ি হবে শাহরুখ পুত্র আরিয়ান খানের। করণও অবশ্য তাই ভেবেছিলেন, কিন্তু না, সেই ভাবনায় পুরোপুরি জল ঢেলে দিল আরিয়ান। সম্প্রতি এক ইন্টারভিউতে করণকে আরিয়ান সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি জানান, আরিয়ান কে বারবার ছবির অফার করলেও তিনি প্রত্যেকবার না করে দিয়েছেন। করণ জোহর একাধিক সেলেব কিডকে লঞ্চ করেছেন। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও অনন্যা পাণ্ডে সহ সব সেলেবদের হাতে খড়ি হয়েছে করণের ছবি দিয়েই।তবে কোথাও গিয়ে যেন শাহরুখ পুত্রকে তিনি চেয়েও আনতে পারছেন না অভিনয়ে। করণ ভেবেছিলেন দেখতে ভালো আরিয়ানকে, শাহরুখ পুত্রের তকমাও রয়েছে গায়ে। ফলে তাঁকে ছবিতে আনাও বেশ সহজ হবে। কিন্তু তেমনটা হয়নি। বারে বারে করণকে ফেরাচ্ছেন তিনি। তাকে স্থির করে একটি চিত্রনাট্য তৈরি ছিল। কিন্তু আরিয়ান রাজি ছিলেন না। করণ এক সাক্ষাৎকারে বলেন, " আরিয়ান বয়সে ছোট ওর পক্ষে এখনই সবকিছু বোঝা সম্ভব না আরেকটু বড় হোক সবটা বুঝে যাবে।" আরিয়ান অভিনয় থেকে ছবি পরিচালনা করতে বেশি পছন্দ করে। খুব শীঘ্রই চিত্রনাট্যকার হিসেবে মাঠে নামবেন আরিয়ান। ওয়েব সিরিজের গল্প লিখবে সে। জানা গেছে, আমাজন প্রাইমে তিনি ছবি পরিচালনা করবেন। শুধু করণ নয়, জোয়া আফতরের 'আর্চি' ছবির অফারেও রাজি হননি আরিয়ান খান। তবে ইদানিং আরিয়ান খানের হলিউড ছবির প্রতি খুব ঝোঁক বেড়েছে। একের পর এক ছবি দেখছেন তিনি। সম্প্রতি জানা গিয়েছে শাহরুখ খান শীঘ্রই একটি হলিউড ছবির স্বত্ব কিনতে চলেছেন। বাবার সাথে কথা বলেই নাকি আরিয়ান গান কয়েকটি ছবিও বেছে রেখেছেন। খুব শীঘ্রই হয়তো সেগুলোর হিন্দি রিমেক করবেন বাবা-ছেলে। তবে ছেলের ইচ্ছেতে বাধা দেননি শাহরুখ খান। তিনি নাকি ছেলেকে বলেছেন ছবি তৈরির প্রাথমিক কাজ সেরে ফেলতে। তবে কবে তারা কাজ শুরু করবেন সেই বিষয়ে প্রকাশ্যে এখনই কিছু বলেননি।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News