Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

“এখনও তদন্ত চলছে ”, অখিল গিরি ইস্যুতে কলকাতা হাইকোর্টে সময় চাইলো রাজ্য

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননার অভিযোগে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির নামে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দাখিল হয়েছে। মামলাকারীর  অভিযোগ দেশের রাষ্ট্রপতিকে অবমাননা মানে দেশকে অবমাননা। দেশের সাংবিধানিক প্রধানকে অপমান করা যায় না। এই মামলার শুনানির কথা ছিল গতকাল অর্থাৎ মঙ্গলবার। কিন্তু মামলার কপি গ্রহণ করেননি অখিল গিরি, সেই কারণে আজ অর্থাৎ বুধবার উচ্চ আদালতে মামলার শুনানি হয়েছে। এদিন রাজ্যের পক্ষে আদালতে বলা হয়, “অখিল গিরির মন্তব্যের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আর একদিন সময় দেওয়া হোক”। পাশাপাশি রাজ্যের তরফ থেকে আরও জানানো হয়, “অখিল গিরির নামে কোন পুলিশ এফআইআর নেই”। উল্লেখ্য, রাজ্যের বিরোধী শিবিরকে কটাক্ষ করতে গিয়ে দেশের রাষ্ট্রপতিকে অসম্মান করেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। যদিও তারপরেই তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন, কিন্তু তাতেও চুপ থাকতে নারাজ রাজ্য বিজেপি। অন্যদিকে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমাও চেয়েছেন দলের হয়ে। কিন্তু তাতেও থামেনি ক্ষোভ। সূত্রের খবর, রাষ্ট্রপতিকে অবমাননার আগুন পড়তে পারে আসন্ন বিধানসভার শীতকালীন অধিবেশনে। শীতকালীন অধিবেশনে অখিল গিরির পদত্যাগের দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোচ্চার হবে গেরুয়া শিবির। অন্যদিকে রাজ্যের বর্তমান ভারপ্রাপ্ত রাজ্যপালের কাছে ইতিমধ্যেই স্মারকলিপি জমা দিয়েছে রাজ্য বিজেপি।

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News