Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সিনেমা থেকে বিরতি নেবেন আমির

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

বলিউডের খানদের মধ্যে আমির খান অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। বছরের পর বছর ধরে তিনি তার অনুরাগী দের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট মুভি। থ্রি ইডিয়টস ,লাগন, পিকু, দঙ্গল, তারে জামিন পার ,ফানা এর মত বহু সিনেমা আজও মানুষকে আকর্ষিত করে বলিউডের প্রতি। তবে এবার সেই আমির খান তার কাজ থেকে চান কিছুটা বিরতি । গতকাল দিল্লিতে একটি অনুষ্ঠানে আমিরকে দেখা যায় সম্পূর্ণ এক নতুন রূপে। কাঁচা পাকা দাড়ি, গোঁফ আর চুল নিয়ে নতুন ভাবে সবার সামনে এসে উপস্থিত হন তিনি এবং সেখানে তিনি বললেন তিনি কাজর থেকে দু বছরের ছুটি নেবেন। তবে এর কারণ হিসেবে আমির জানিয়েছেন যখনই তিনি সিনেমার জন্য কাজ করেন তখন তিনি সিনেমার প্রতি, তার কাজের প্রতি কেন্দ্রীভূত হয়ে পড়েন আর কোন দিকে তার কোন ধ্যান থাকে না ।তাই তার সংসারের ও পরিবারের প্রতি যে সমস্ত দায়িত্ব থাকে সেগুলি তিনি ঠিকমতো পালন করতে পারেন না। এ বার তিনি তাই তার সংসার কে আগে গুরুত্ব দিতে চান ।এর আগেও তিনি 'কফি উইথ করন 'এ এসে বলেন তিনি তার পরিবারকে সময় দিতে চান। কিছুদিন আগে আমির খানের মা জিনাত হোসেন এর হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর থেকে তিনি তার মায়ের সাথে আরো বেশি কিছুটা সময় কাটাতে চান। গত বছরই স্ত্রী কিরন রাওএর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান তিনি। তবে এর পেছনে তিনি নিজেকে কিছুটা দায়ী করেছেন। কারণ তিনি বলেছেন তিনি গত ৩৫ বছর একেবারেই তার পরিবারকে সময় দিতে পারেননি। সবসময় কাজেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন। তবে বিবাহ বিচ্ছেদ এর পরও কিরণ ও আমিরকে একত্রে বহু জায়গায় দেখা যায় এবং তারা একত্রে বহু প্রযোজনার কাজ করেন। তবে এবার আর সিনেমা নয়, বরং পরিবার ও নিকটের মানুষদের নিয়েই তিনি এই দু বছর অতিবাহিত করতে চান আমির খানের শেষ ছবিটি ছিল ২০২২ এ প্রকাশিত 'লাল সিং চন্ডা', যেটি একরকম ভাবে বয়কট করেছিল নেটিজেনরা। এই সিনেমাটি সুপার ফ্লপ হয়।এছাড়াও এর আগে ২০১৮ তে তার শেষ মুভি ছিল 'থাগস অফ হিন্দুস্থান'।   যেটিও আইএমডিবি রেটে মুখ থুবড়ে পড়েছিল। পরপর দুটি সিনেমা সুপার ফ্লপ হওয়ায় কি তিনি এই সিদ্ধান্ত নিতে নিয়েছেন? কিং খানের 'জিরো 'এবং 'জব হারি মেট  সিজেল' সিনেমা দুটি পরপর সুপার ফ্লপ হওয়ায় তারপর তিনি দীর্ঘ চার বছরের বিরতি নেন। এরপর ২০২৩ এ  আসতে চলেছে তার নতুন ছবি 'পাঠান'। সেই একই পন্থাই‌ কী অবলম্বন করতে চাইছেন আমির?? কিছুটা সময় নিয়ে কি নিজেকে আবার তৈরি করে ফেলতে চাইছেন? শুধুমাত্র পরিবারকে সময় দেওয়ার জন্যই এই বিরতি নাকি নিজেকে আবার ঘষে মেজে তৈরি করতে চাইছেন আমির??

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News