Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

নকল যীশুর অ্যাকাউন্টেও ব্লু-টিক, প্রশ্নের মুখে টুইটার কর্তা

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

টুইটারে যীশু খ্রীষ্টের ভুয়ো অ্যাকাউন্টেও এবার ব্লু-টিক। অর্থের বিনিময়ে ব্লু টিক প্রদানে প্রশ্নের মুখে ইলন মাস্ক। সম্প্রতি ‘টুইটার’ কিনেছেন ইলন মাস্ক। মালিকানা হাতে পেয়েই একাধিক পরিবর্তন‌ও এনেছেন এই জনপ্রিয় সামাজিক মাধ্যম, টুইটার-এ। যা নিয়ে রীতিমতো চর্চার শেষ নেই। ইতিমধ্যেই মাস্ক ঘোষণা করেছেন যে, এবার থেকে ব্লু-টিক যুক্ত অ্যাকাউন্ট ব্যবহারকারীদের প্রতিমাসে ৮ ডলার অর্থ প্রদান করতে হবে। এতদিন যেখানে বড় বড় প্রতিষ্ঠান বা জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্টের পাশে কেবল ব্লু টিক দেখা যেত, সেখানে এখন টাকার বিনিময়েই যে কেউ ব্লু টিক কিনতে পারবে। তবে যীশু খ্রীষ্টের টুইটার অ্যাকাউন্টের পাশে হঠাৎ ব্লু টিক দেখতে পাওয়ায় হতভম্ব হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই যীশু খ্রীষ্টের ব্লু-টিক যুক্ত টুইটার অ্যাকাউন্টের স্ক্রিনশট রীতিমতো ভাইরাল নেটপাড়ায়। এদিকে যীশুর টুইটার অ্যাকাউন্টের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। আবার অনেকের প্রশ্ন, “ইলন মাস্ক কি ইশ্বরের কাছ থেকেও অর্থ নিয়েছেন?” সম্প্রতি ব্লু-টিক প্রাপ্ত যীশু খ্রীষ্টের ওই ভুয়ো অ্যাকাউন্টটিতে প্রায় ৮ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। জানা গিয়েছে ওই অ্যাকাউন্টটি ২০০৬ সাল থেকেই উপস্থিত রয়েছে টুইটারে। যার বায়োতে ‘কার্পেন্টার, নিরাময়কারী এবং ঈশ্বর’ লেখা রয়েছে। যীশু খ্রীষ্টের উইকিপিডিয়া পেজের সাথেও এই প্রোফাইল কে সংযুক্ত করা হয়েছে। আপাতত ৮ লক্ষ মানুষ এই ভুয়ো টুইটার প্রোফাইল কে অনুসরন করেন। যীশু খ্রীষ্টের নামে চালিত ভুয়ো অ্যাকাউন্টের পাশাপাশি টুইটারে অনেক জাল অ্যকাউন্ট টাকা দিয়ে ব্লু টিক পেয়েছেন বলে খবর সামনে এসেছে। গেমিং চরিত্র সুপার মারিও-ও এখন ব্লু টিকের অধিকারি। এটিও একটি ভুয়ো অ্যাকাউন্ট। ফলে অনেক ব্যবহারকারীই অসন্তুষ্ট হয়েছেন। তারা চাইছেন ইলন মাস্ক পুরানো অবস্থা আবার ফিরিয়ে আনুক।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সোশ্যাল মিডিয়া
Related News