Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিদ্রোহ নেতা বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

banner

journalist Name : Aparna Dutta

# Pravati Sangbad Digital Desk:

মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা বিরসা মুন্ডার জন্মদিন আজ। ১৮৭৫ সালের ১৫ই নভেম্বর বিহারের উলিইয়াতু গ্রামে তাঁর জন্ম হয়। তাঁর হাত ধরেই পরাধীন ভারতে আদিবাসী জাগরণ শুরু হয়। এই মহান নেতার জন্মদিন পালনে আজ সারা বাংলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিরসা মুন্ডার জন্মদিনে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ কিন্তু উত্তর ২৪ পরগণার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে স্কুল ছুটির ঘোষণা না থাকায় এদিন সকালে দলে দলে ছাত্রছাত্রীরা স্কুলে আস ক্লাস করতে ৷ স্কুলের ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, স্কুলের পক্ষ থেকে ছুটি কথা বলা হয়নি ৷ তাই তারা স্কুলে এসেছে ৷ যার জেরে পুরো ঘটনাটিকে কেন্দ্র করে প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ৷ দেশজুড়ে আদিবাসী সমাজের কাছে ভগবান হিসেবে পরিচিত বিরসা মুন্ডা । ব্রিটিশ উপনিবেশ শক্তির শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে তিনি যে ‘উলগুলান’ এর ডাক দিয়েছিলেন তার ফলে এক আন্দোলনের সূচনা হয়। তাই গোটা দেশে জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দিতে ভগবান বীরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বরকে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়। জন্মদিনের সকালে দিল্লির সংসদ ভবন কমপ্লেক্সে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে পুষ্পস্তবক অর্পণ করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর, লোকসভার স্পিকার ওম বিড়লা, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং অন্যরা। ১৮৮৬ সাল থেকে ১৮৯০ সাল পর্যন্ত বিরসা এবং তার পরিবার চাঁইবাসাতেই বসবাস করত। কিন্তু একসময় জার্মান এবং রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে বিক্ষোভ শুরু হলে সেই আন্দোলনের রেশ পড়েছিল আদিবাসীদের মধ্যেও। স্বাধীনতা সংগ্রামের আলোতে উদ্ভাসিত হয়ে সুগানা মুন্ডা বিরসাকে স্কুল থেকে সরিয়ে নেন। ১৮৯০ সালে চাঁইবাসা থেকে বিরসাকে নিয়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে নিজস্ব উপজাতি ধর্ম গ্রহণ করে গ্রামে ফিরে আসেন তার মা। আজ ১৫ই নভেম্বর, ২০২২ তারিখে “বীরসা মুন্ডা” – এর জন্মদিন পালন উৎসবে যোগদান করতেই ঐদিন ঝাড়গ্রামে ঝটিকা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে। আজ থেকে তিন বছর আগে অর্থাৎ ২০১৯ সালে ১৫ ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন ছুটি ঘোষণা করেছে । এই দিনে সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি থাকবে । সমস্ত রাজ্য সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানকেও এই ছুটির আওতায় আনা হয়েছে। একটানা ছুটি হচ্ছে রাজ্যের স্কুল কলেজ ও সরকারী অফিস আদালত। প্রসঙ্গত আগামী ১৫ ই নভেম্বর বীরসা মুন্ডার জন্মদিন পালন করতে ও সেই উৎসবে যোগদান করতেই ঐদিন ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সেখানে উপস্থিত থাকবেন বীরসা মুন্ডা অ্যাকাডেমির সভাপতি নয়াগ্রামের তৃণমূল বিধায়ক দুলাল মুর্মু, জেলাশাসক সুনীল আগারওয়াল, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ দুই বিধায়ক দুলাল মুর্মু ও দেবনাথ হাসদা।


#Source: online/Digital/Social Media News   # Representative Image




Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জন্মদিন