Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অখিল গিরির বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে গেল, গতকাল দুটি জনস্বার্থ মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

অখিল গিরির বিরুদ্ধে দাখিল হওয়া জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন তিনি। যদিও এর জন্য পরে ক্ষমাও চেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি বলেন, “বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে ভুল বসত আমি রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্তব্য করে ফেলেছি”। কিন্তু তাতেও শান্ত হয়নি রাজ্য রাজনীতি। এ নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে, ইতিমধ্যেই দুটি জনস্বার্থ মামলা জমা পড়েছে আদালতে। আজ সেই মামলার শুনানি ছিল, কিন্তু মামলাকারীর অভিযোগ জনস্বার্থ মামলার কপি অখিল গিরি গ্রহণ করেননি। ঠিক সেই কারণে পিছিয়ে গেল মামলার শুনানি। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দাখিল হয়েছে। এদিন বিচারপতি আবারও নির্দেশ দেন অখিল গিরিকে আবেদনের কপি পাঠানোর জন্য। সেই সাথে বিচারপতি আরও বলেন, “আশা করছি এবার তিনি কপি গ্রহণ করবেন”। গতকাল দুটি জনস্বার্থ মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে আদালতের পক্ষ থেকে। অন্যদিকে অখিল গিরির মন্তব্যে উত্তাল গোটা দেশ। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে অখিল গিরি মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “অখিলের মন্তব্য ঠিক নয়। আমি সমর্থন করি না তাঁকে। কোন মানুষের রূপ তাঁর পরিচয় হতে পারে না”। সেই সাথে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি ব্যাক্তিগত ভাবে রাষ্ট্রপতিকে খুব ভালোবাসি, তিনি খুব সুন্দরী মহিলা”।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News