Flash News
Tuesday, September 23, 2025

টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করতে চলেছে পর্ষদ

banner

journalist Name : Ranita Däs

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে অপেক্ষার অবসান। ২০১৪ ও ২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করতে চলেছে পর্ষদ । তবে একই সঙ্গে দুটি শংসাপত্র প্রকাশ করা যাবে না , জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানালেন বৃহস্পতিবার আদালতে পরীক্ষার্থীদের নম্বর জানানো হতে পারে। এছাড়াও জানা যাচ্ছে, এদিন পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে বৈঠক করেন মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, নির্দেশ কলকাতা হাই কোর্টের ।
২০১৪ ও ২০১৭ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। নীতি অনুসারে একবার টেট পাশ করলেই শূন্যপদ অনুযায়ী ইন্টারভিউতে ডাক পাওয়া যায়, বারবার টেট দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে দুবার টেট পরীক্ষা দিয়েও কোন শংসাপত্র প্রকাশ হয়নি তাই দন্ধে তারা নতুন ভাবে ফর্ম ফিলাপ করতেও পারছে না।
তবে শূন্য পদের সংখ্যা এগারো হাজারেরও বেশি। এর কিছুদিন আগেও, চাকরির দাবিতে সল্টলেক করুণাময়ীতে অনশনে বসেছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্থরা। সেই সময় পর্ষদ সভাপতি গৌতম পাল স্পষ্ট ভাবে বলে দিয়েছিলেন, "২০১৬ সালের নিয়ম মেনেই নিয়োগ করা হবে। যাঁরা আন্দোলন করছেন, তাঁরা দু'বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। আইন ভেঙে নিয়োগ  সম্ভব নয় "। অবশেষে সল্টলেকের করুণাময়ীতে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ এবং পরবর্তীতে তাঁরা ধর্মতলায় গান্ধীমূর্তি পাদদেশে ধরনা দিচ্ছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News