#Pravati Sangbad Digital Desk:
চাকরির পরীক্ষার আবেদনে ভুলের দায় আবেদনকারীকে নিতে হতো। তার জন্য চাকরিতে বসার আবেদনও বাতিল হত। দু'বছর আগে রেলের গ্রুপ ডি এবং লেভেল ওয়ানের লক্ষাধিক পদে যোগ্য প্রার্থীর জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। কিন্তু সেই সময়ে করোনা পরিস্থিতিতে সেই নিয়োগ পদ্ধতি থমকে যায়। আগামী ২৩শে ফেব্রুয়ারি ওইসব পদের জন্য আবার কম্পিউটার নির্ভর পরীক্ষা হবে এমনটাই জানানো হয়েছে। অনেকেরই আবেদনে ভুল তথ্য, ভুল সই এরকম আরো অনেক ভুল থাকার দরুন চাকরির আবেদন বাতিল হয়ে গেছিল। কিন্তু তারা আবারো সেই সব ভুল তথ্য সংশোধন করে ঠিক তথ্য দিয়ে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবে এমনটাই জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষের খবর অনুযায়ী ওই পদের জন্য বছর দুয়েক আগে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় ৮৫ হাজার জনের আবেদনে ভুল ছিল বলে তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছিল । কিন্তু রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় সেই সব ভুল তথ্য পুনরায় সংশোধনের সুযোগ দেওয়া হবে। পরবর্তী ১৫ থেকে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত সেইসব সংশ্লিষ্ট আবেদনকারীকে সময় দেওয়া হবে তাদের পুনরায় আবেদন করার জন্য। যাদের পুরনো আবেদনপত্র খারিজ করে দেওয়া হয়েছে তারা সংশ্লিষ্ট দিনগুলিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর ওয়েবসাইটে গিয়ে তৈরি করা এক মডিফিকেশন লিংক থেকে তাদের আবেদনপত্র সংশোধন করতে পারবে। যাবতীয় হওয়া ভুলভ্রান্তি সংশোধনের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই পরীক্ষায় বসে চাকরি পেতে পারেন। এতে সুবিধা পাবেন বহু প্রার্থী। গত দুই বছর ধরে এই সব পদের জন্য কোনরকম নতুন আবেদন হয়নি ফলে যেসব আবেদনকারীর আবেদনপত্রে ভুল ছিল তারাও সুযোগ পাবেন পরীক্ষা দেওয়ার জন্য।
তবে রেল কর্তৃপক্ষের থেকে জানা গেছে যেসব আবেদনকারীর আবেদনপত্রে কোন ভুল ছিল না এবং আগেই যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের নতুন করে আর আবেদনের প্রয়োজন নেই। তারা পুরনো নিশ্চিত হয়ে যাওয়া আবেদনেই পরীক্ষা দিতে পারবেন। যাদের আবেদনের ভুল ছিল তা সংশোধন হয়ে গেলে ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা নেওয়া কয়েকটি ধাপে। প্রার্থীরা পরীক্ষার দিন দশেক আগে তাদের সম্ভাব্য কেন্দ্র, সময় আরো বিভিন্ন তথ্য জেনে যাবে নির্দিষ্ট ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা এডমিট কার্ড, পরীক্ষা কেন্দ্রের প্রবেশের ডিটেলস ডাউনলোড করতে পারবে পরীক্ষার দিন চারেক আগে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। পরীক্ষা পদ্ধতি হবে কম্পিউটার নির্ভর।