Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

আজকের রাশিফল

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

মেষ রাশি : যে কোনো সুযোগকে কাজে লাগান আজ। কোনো বিষয়ে অসন্তোষ থাকলে সেই বিষয়ে আজই সিদ্ধান্ত নিন। যে কোনো বিষয়ে অতিরিক্ত ভাবনা বন্ধ করুন। তুলনামূলকভাবে আজকের দিনটি শুভ। 
বৃষ রাশি : কোনো বিষয়ে জেদ সৃষ্টি হতে পারে। প্রেমের পক্ষে শুভ দিন। চারিদিকে চোখ - কান খোলা রাখুন। যে কোনো কথায় বিশ্বাস করবেন না। 
তুলা রাশি : দিনটি আপনার জন্য ভালো। ব্যয় হ্রাস হবে। পারিবারিক কারণে বচসায় পড়তে পারেন। কোনো স্বপ্ন পূরণ হতে পারে। উত্তেজনা প্রকাশ করবেন না। 
মকর রাশি : কোনো বিষয়ে বা কাজে বাধা পেতে পারেন। ধৈর্য হারাবেন না। কোনো অতিথি আসতে পারে। নিজের জন্য সময় বাছুন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন। 
সিংহ রাশি : অস্থিরতা প্রকাশ পেতে পারে। কাজের মধ্যে নিজেকে ব্যাস্ত রাখবেন। প্রেমের জন্য শুভ দিন। একসাথে কোথাও সময় কাটান। প্রিয়মানুষের সাথে আজকে ভাল থাকবেন। 
কন্যা রাশি : ভালো - মন্দ মিলিয়ে মিশিয়ে কাটবে আজকের দিনটি। যে কোনো ধর্মীয় বিষয়ের মধ্যে আজকে নিজেকে মত্ত রাখুন। যে কোনো বিষয়ে নতুন পরিকল্পনা করতে পারেন।  যুক্তির দ্বারা কথা বলুন। 
বৃশ্চিক রাশি :  শরীর অসুস্থ থাকতে পারে। আজকে কাজের অতিরিক্ত চাপ বাড়তে পারে। যে কোনো জিনিস চুরি হওয়া থেকে সাবধান। প্রেমের জন্য ভালো দিন আজ। প্রিয়মানুষটির থেকে ভালো কিছু উপহার পেতে পারেন। 
কুম্ভ রাশি : কারোর সঙ্গে শত্রুতার সৃষ্টি হতে পারে। আপনার অতিরিক্ত রাগের কারণে বহু সমস্যার সম্মুখীন হতে হবে আজ। কোনো বিষয়ে আজ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বুদ্ধির দ্বারা সবকিছু বোঝার চেষ্টা করুন।
ধনু রাশি : কোনো বিষয়ে আজ দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। নিজেকে নিয়ে ভালো কিছু ভাবুন। আজ প্রেমের জন্য শুভ দিন। প্রিয়জনের সাথে সময় ভাগ করে নিন আজ। 
মিথুন রাশি : আজ ব্যয় বৃদ্ধি হতে পারে। নিজের ওপর থেকে বিশ্বাস হারাবেন না। আজ কোনো ইচ্ছা পূরণ হবে। শরীর অসুস্থ থাকলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। 
কর্কট রাশি : কাজ করার প্রবনতা দেখা যাবে আজ। শরীর - স্বাস্থ্য ভাল থাকবে। অর্থনৈিক কোনো বিষয় নিয়ে পরামর্শ করা যেতে পারে আজ। অহেতুক কোনো বচসায় জড়াবেন না। প্রেমের জন্য দিনটি আজ শুভ নয়। 
মীন রাশি : সৌখিনতার প্রকাশ পাবে আজ। অর্থ সঞ্চয় করতে পারেন। অতিরিক্ত কাজ না করাই ভালো। আবেগবিষয়ক অশান্তিতে নিজেকে জড়াবেন না। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News