Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

দুয়ারে দাঁড়িয়ে "দুয়ারে সরকার "

banner

journalist Name : SRIMITA SASMAL

#Pravati Sangbad Digital Desk:

পশ্চিমবঙ্গের মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২০ সালের পয়লা ডিসেম্বর থেকে হয়ে আসা 'দুয়ারে সরকার 'প্রকল্পের পঞ্চম পর্ব শুরু হতে চলেছে পয়লা নভেম্বর ২০২২ মঙ্গলবার থেকে ।এই দিন দুয়ারে সরকারের সাথে শুরু হতে চলেছে পাড়ায় সমাধান ক্যাম্প ।জমির পাট্টার আবেদন ,বিদ্যুৎ ,ক্রেডিট কার্ড সহ মোট সাতাশটি পরিষেবা নিয়ে শুরু হতে চলেছে এই পঞ্চম পর্ব ।এর কর্মসূচি চলবে ১ থেকে ৩০ নভেম্বর ,২০২২ পর্যন্ত । এই প্রকল্পে সকল পরিষেবার ফর্ম পাওয়া যাবে একেবারে বিনামূল্যে ।তবে ক্যাম্পের বাইরে থেকে প্রাপ্ত কোন ফর্ম গ্রহণ করা হবে না। ১ থেকে ১৫ ই নভেম্বর পর্যন্ত পাড়ায় সমাধানের আবেদন জমা নেওয়া হবে। বছর শেষের আগেই প্রাপ্ত আবেদন গুলির বিহিত করা হবে। স্থানীয় স্তরে পরিকাঠামোর ও পরিষেবার ঘাটতি পূরণ ই এই প্রকল্পের উদ্দেশ্য। সহায়তার জন্য (১০৭০/২২১৪-৩৫২৬)এই নম্বরে ফোন করুন বা আপনার নিকটবর্তী 'বাংলা সহায়তা কেন্দ্রে 'যোগাযোগ করুন। নিকটবর্তী ক্যাম্প টি কোথায় এবং কবে হতে চলেছে জানতে ক্লিক করুন https://ds.WB.gov.in এ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News