#Pravati Sangbad Digital Desk:
অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ। তাঁর হোটেলের গোপন ভিডিও তুলে ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। হোটেলের ঘরে ফিরে এরকম বিরক্তিকর অভিজ্ঞতার শিকার হলেন কোহলি । কী ঘটেছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সাথে?
বিরাট নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করেন। এই পোস্টে তাঁর হোটেলের ঘরে ঢুকে তিনজন হোটেলেরই কর্মীকে ভিডিও করতে দেখা গেছে।
হোটেলের ঘরে গোপনীয়তা লঙ্ঘনে বেজায় ক্ষুব্ধ হয়েছেন বিরাট। ক্ষোভ প্রকাশ করে বিরাট বলেন, “আমি জানি ফ্যানরা সবসময়ে আমাদের দেখতে চান, আমাদের সঙ্গে কথা বলে তাঁরা খুশি হন। বিষয়টি খুবই ভাল লাগে আমার। কিন্তু এই ভিডিওটি অত্যন্ত ভয়ংকর। এটা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। হোটেলের ঘরেই আমার গোপনীয়তা বজায় থাকছে না। এই ধরনের কাজ একেবারেই মেনে নেওয়া যায় না। একজন মানুষের গোপনীয়তায় হস্তক্ষেপ করা একেবারেই পছন্দ করি না। সকলকে অনুরোধ করছি, দয়া করে মানুষের ব্যক্তিগত বিষয়গুলিকে সম্মান করুন। নিজেদের আনন্দের জন্য আমাদের পণ্য করে তুলবেন না।”
হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন অধিকাংশ নেটিজেনরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।