#Pravati Sangbad Digital Desk:
কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বিভিন্ন উৎসবের পাশাপাশি বাঙালির কাছে আরো একটি উৎসব হলো শীতকাল। শীতকাল আসলেই প্রায় সকল বাঙালিই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে পাহাড়ের খোঁজে বা কখনো সমুদ্র, কখনো আবার জঙ্গলের অভিজ্ঞতা নিতে। তবে শুধু বাঙালি নয়, সকল মানুষই শীতকালে ভ্রমণপ্রেমী হয়ে ওঠে। কলকাতা চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া, ময়দান, মিউজিয়াম আরো বহু জায়গায় মানুষের ভিড় ঢলে পড়ে। আবার অনেকে দূরেও কোথাও ঘুরতে যান।
বাঙালির সাধারণত ভালোবাসার জায়গা উত্তরবঙ্গ। পাহাড়ের কোলে কুয়াশা ঢাকা মেঘ বারবার মানুষকে আকৃষ্ট করে। তবে শুধু বাঙালি না। বাঙালি - অবাঙালি সকল মানুষকেই পাহাড় যেনো হাতছানি দিয়ে ডাকে। আর সেই পাহাড়ের টিকিট কাটতে গেলে দাড়াতে হচ্ছে বহু মানুষের লাইনের পিছনে। অনেকে আবার টিকিট পাচ্ছেনও না। অনলাইনের মাধ্যমে টিকিট কাটা গেলেও ওয়েটিং লিস্টের তালিকা দেখে অনেকেই পিছুপা হচ্ছেন। সমুদ্রপ্রেমী মানুষদেরও ইতিমধ্যে মাথায় হাত পড়েছে। জগন্নাথ এক্সপ্রেস , হাওড়া - পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সবেতেই টিকিটের আকাল দেখা দিচ্ছে। এতো কিছুর পরেও মানুষ শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ঘুরতে যাওয়ার। আইআরসিটিসি আধিকারিকদের বক্তব্য, ' উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রথমেই যে সব ট্রেনের কথা আমাদের মনে পড়ে, সেই দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কোনো জায়গাই নেই '।