#Pravati Sangbad Digital Desk:
অপর্যাপ্ত ঘুম,সঠিক পুষ্টির অভাব,কম পরিমাণে জল পান করা কারণে চোখের তলায় ডার্ক সার্কেল দেখা যায়।তবে কিছু উপাদানের মাধ্যমে এই ডার্ক সার্কেল থেকে মুক্তির পথও রয়েছে।এক ঝলকে দেখে নিন-
◇ শসা -
শশাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট।শসার টুকরো কেটে ফ্রিজের মধ্যে রেখে, সেটিকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য চোখের উপর রেখে দিন। এতে চোখে আরামবোধ করবেন।
◇ গ্রিন টি -
গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ক্যাফেইন থাকায়,এটি ডার্ক সার্কেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।প্রথমে টি ব্যাগটি ফেলে দেওয়ার পরিবর্তে ঠান্ডা করে তা ফ্রিজে রেখে দিন।এরপরে চোখের উপর সেই টি ব্যাগটি রেখে দিতে পারেন।এর ফলে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন।
◇ অ্যালোভেরা -
ত্বকের যে কোনও সমস্যার জন্যই অ্যালোভেরা বিশেষ উপকারী। এতে ময়েশ্চারাইজিং ও পুষ্টিকর বৈশিষ্ট্য সহ রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট।এক টুকরো অ্যালোভেরা কেটে তা থেকে জেল বের করে চোখের নিচে লাগান।এরপরে ত্বকে প্রায় ২০ মিনিটের জন্য রেখে ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
◇ দুধ -
ঠান্ডা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে হালকা করতে ও ফোলাভাব কমাতে সাহায্য করে।এমনকি এতে পটাসিয়ামও রয়েছে, যা ত্বককে ময়েশ্চারাইজ করে ও পুষ্টি জোগায়।২টি তুলোর বল ঠান্ডা দুধে ডুবিয়ে রাখুন।১৫ থেকে ২০ মিনিটের জন্য প্রতিটি কটন বল চোখের উপর রেখে দিন।
এছাড়া একটি কাঁচা আলু নিয়ে তা থেকে রস বের করে গ্রিট করা আলু চোখের উপর প্রায় ১৫ মিনিট রেখে দিলে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়া যায়।