Flash News
Tuesday, September 23, 2025

“আমি দলের সঙ্গেই আছিঃ পার্থ চট্টোপাধ্যায়

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন” গতকাল আলিপুর জর্জ কোর্টে কাতর আর্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলেন আলিপুর জর্জ কোর্টে। শুনানি চলাকালীন বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনতে চায়, তখনই পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমার নামে সব অভিযোগ আনছে সিবিআই, কিন্তু কিছুই প্রমাণ করতে পারছে না। আমাকে শুধু শুধু হেনস্থা করছে কেন্দ্রীয় এজেন্সি। আমাকে জামিন দেওয়া হোক। আমার শরীর ভালো নেই, আমি বাঁচতে চাই”। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, “আমার মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করছে সিবিআই। তাঁর নামে কোন অভিযোগই প্রমাণ করতে পায়নি তারা”।
সেই সাথে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আরও বলেন, “আমার মক্কেলকে যে কোন ভাবে জামিন দেওয়া হোক। প্রয়োজনে তাঁকে নজরবন্দী করে রাখা হোক, পাসপোর্ট জমা রাখা হোক”। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আরও বলেন, “তাঁকে চোর বলা হচ্ছে, এতে তাঁর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাঁকে চোর বলা বন্ধ করার নির্দেশ দিন”। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, “রাজ্যে শিক্ষক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায় ওতপ্রোত ভাবে জড়িত। এখনও তদন্ত চলছে। তাঁকে কিছু জিজ্ঞেস করলে কোন উত্তরই দিচ্ছেন না”। যদিও দুই পক্ষের সাওয়াল জবাব পর্ব শেষের পরে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। এরপরে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “আমি দলের সঙ্গেই আছি”। জর্জ কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার পরে ইডির করা মামলায় ভারচুয়ালি হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News