#Pravati Sangbad Digital Desk:
যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগত অনুপ্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সবকটি গেটেই ঝোলানো হয়েছিল নোটিশ। কিন্তু সোমবার বিশ্ববিদ্যালয় খুলতেই দেখা গেলো অন্য ছবি। কারা নোটিশ বোর্ডে কালি ঢেলে দিয়ে গিয়েছে। যদিও কে বা কারা এই কাজ করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে নেশার আসোর বন্ধ করতে এবং বহিরাগত অনুপ্রবেশ বন্ধ করতে কড়া সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পুজোর ছুটির পরে বিশ্ববিদ্যালয় খুললে নোটিশ ঝোলানো হবে। সেইমতো নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু তাতেও কোন কাজ হল না।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিদিন সন্ধ্যা হলেই অবাধে চলে মদ্য পান, রীতিমতো নেশার আঁতুড় ঘর হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষকদের একাংশের দাবি, “রাতের ক্যাম্পাসে নিরাপত্তার অভাব রয়েছে। মদ্যপ অবস্থায় কে কখন কি করবে তা বলা যায় না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা দুশ্চিন্তা থেকেই যায়”। তবে প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরোধিতা করেছে এসএফআই এবং ফেটুস ছাত্র সংগঠন। অন্যদিকে সম্প্রতি বিশ্ববিদ্যালয় চত্বরে এক গবেষকের ওপরে মদ্যপ অবস্থায় চড়াও হন কিছু জন যুবক, শুধু তাই নয় তাঁর গালে কামড় বসিয়েছে তারা। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের দাবি, “এঁদের মধ্যে সকলেই বহিরাগত। বেশীরভাগ ক্ষেত্রে বহিরাগতরা এই ধরনের কাজ করে থাকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তাঁদের বিভিন্ন রকম সমস্যাও হয়”।