Flash News
    No Flash News Today..!!
Friday, October 3, 2025

প্রতিটি জেলায় এবার থেকে জোনাল অফিসার

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

এবার প্রতিটি জেলার শিক্ষা ব্যবস্থা ঘুরে দেখবে জোনাল অফিসার। সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষা ব্যবস্থা, মিড ডে মিল, সর্বশিক্ষা অভিযান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের মতো প্রকল্প কতটা কার্যকর হয়েছে তাই ঘুরে দেখবেন জোনাল অফিসার। এই মর্মে রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে জোনাল অফিসারের দায়িত্বে থাকবেন  একজন যুগ্ম সচিব কিংবা তার থেকেও উচ্চ পদাধিকারী কোন আমলা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিমাসে একটি করে জেলার সমস্ত সরকারি স্কুল পরিদর্শন করবেন জোনাল অফিসার। মূলত জেলায় দু’দিন থাকবেন তারা, প্রয়োজনে তার থেকে বেশি দিনও থাকতে পারেন তারা।
রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জোনাল অফিসারের পাশাপাশি অংশ নেবেন জেলা ম্যাজিস্ট্রেট, ডিপিও এবং জেলা ইনস্পেকটর। অন্যদিকে রাজ্য শিক্ষা দফতরের প্রধান সচিব মনীশ জৈন জোনাল অফিসারদের সাথে স্কুল পরিদর্শনে যাবেন। রাজ্যের সরকারি স্কুলগুলির শিক্ষা পরিকাঠামো উন্নতি করাই মূল লক্ষ্য এই অভিযানের। যদিও শিক্ষকদের একাংশের মতে, এই রকম উদ্যোগ আগেও নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তা খুব একটা কার্যকর হয়নি। তবে এবার যদি কার্যকর হয় তাহলে খুবই ভালো। প্রতিটি স্কুলের পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য ব্যক্তিদের সাথেও কথা বলবেন জোনাল অফিসার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News