Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

১২ বছরের কিশোরীর ক্যানসার শনাক্ত করে নজির গড়ল অ্যাপেল ওয়াচ

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে যন্ত্রসভ্যতার অন্যতম এক অঙ্গ হলো স্মার্ট‌ওয়াচ। যা আট থেকে আশি প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি সেই স্মার্ট‌ওয়াচ‌ই জীবন বাঁচালো ১২ বছরের এক কিশোরীর। কিশোরীর ক্যানসার শনাক্ত করে নজির গড়ল অ্যাপেল কোম্পানির এক অত্যাধুনিক স্মার্ট‌ওয়াচ।
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্মার্ট‌ওয়াচগুলির মধ্যে অ্যাপেল ওয়াচ অন্যতম। অত্যাধুনিক সব বৈশিষ্ট্যের সমাহারে এই স্মার্ট‌ওয়াচ নজর কেড়েছে প্রত্যেকের‌ই। কলিং, ম্যেসেজিং, ইন্টারনেট ব্রাউজিং ছাড়াও অ্যাপেল ওয়াচে রয়েছে একটি অত্যাধুনিক বৈশিষ্ট্য। এই স্মার্ট‌ওয়াচ প্রত্যেক ব্যবহারকারীর স্বাস্থ্য সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যথাসময়ে প্রদান করে থাকে। এই স্মার্ট‌ওয়াচের হেলথ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর হার্ট অ্যাটাকের সম্ভাবনা, হার্ট ব্লকেজ, অসামঞ্জস্য ব্লাড প্রেসার লেভেল বা থাইরয়েডের উপসর্গ সম্বন্ধে আগে থেকেই জানা যায়। যার কারণে কিছুদিনের মধ্যেই ক্রেতাদের মন জয় করে নিয়েছে অ্যাপেল স্মার্ট‌ওয়াচ।
সম্প্রতি ১২ বছরের এক কিশোরীর ক্যানসার শনাক্ত করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে অ্যাপেল ওয়াচ। জানা গিয়েছে, ইমানি মাইলস নামের ১২ বছরের এক কিশোরীর অস্বাভাবিক উচ্চ হৃদস্পন্দনের ক্রমাগত নোটিফিকেশন দিচ্ছিল অ্যাপেল ওয়াচ। এরপর ইমানি-র মা জেসিকা কিচেনের নজরে বিষয়টি আসতেই তিনি মেয়েকে চিকিত্‍সকের কাছে নিয়ে যান। বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে জানা যায় ইমানি 'অ্যাপেনডিসাইটিস'-এ আক্রান্ত। এছাড়াও জানা যায় তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া টিউমার, ক্যানসারের রূপ ধারণ করেছে। ক্যানসার অপসারণ করতে দ্রুত অস্ত্রোপচার করা হয় ছোট্ট ইমানি-র। বর্তমানে ওই কিশোরীর অবস্থা স্থিতিশীল বলেই খবর। ইমানি-র পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অ্যাপেল ওয়াচ ইমানি-র অস্বাভাবিক হৃৎস্পন্দন সংক্রান্ত নোটিফিকেশন প্রদান করছিল। যার কারণে তাঁরা তৎপরতার সাথে চিকিৎসক এর পরামর্শ নেন।
পূর্বেও বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে অ্যাপল ওয়াচ। ২০২১ সালে ৫৮ বছর বয়সী অ্যাথলেট বব মার্চকে তার কার্ডিয়াক অ্যারিথমিয়া সম্পর্কে সতর্ক করেছিল অ্যাপল ওয়াচ। এরপর চিকিত্‍সকের শরণাপন্ন হোন বব। সেই যাত্রায় বেঁচেও যান তিনি। এছাড়াও যথাসময়ে স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে বহু মানুষের উপকার করেছে অ্যাপেল কোম্পানি প্রস্তুত এই অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট‌ওয়াচ। যা সত্যিই প্রশংসার দাবিদার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News