#Pravati Sangbad Digital Desk:
আমরা প্রায় প্রতিদিনই কম বেশি মশার কামড় খেয়েই থাকি। তবে বর্তমানে যা ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাতে মশার কামড় খাওয়া থেকে একটু দূরত্ব বজায় রাখায় ভালো। কিন্তু একটা ব্যাপার হয়তো সকলেই লক্ষ্য করে দেখেছেন, ঘর ভর্তি লোক থাকলেও মশা কিন্তু বেঁছে বেঁছে এক দু’জন ব্যক্তিকেই বেশি কামড় দিচ্ছে। আমরা অনেকেই নেহাতই মজার ছলে বলেও থাকি ওই ব্যক্তির রক্ত মিষ্টি।
কিন্তু চিকিৎসকরা রক্ত মিষ্টি কিংবা তেঁতো হওয়ার যুক্তি একেবারেই খারিজ করে দিচ্ছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, গবেষণায় দেখা গিয়েছে শুধু মাত্র স্ত্রী মশাই কামড় বসায়। আর তাঁদের প্রিয় কিছু ব্লাড গ্রুপ আছে, বেঁছে বেঁছে তারা শুধু সেই সমস্ত ব্লাড গ্রুপের মানুষকেই কামড় দেয়। কারণ ভিন্ন ব্লাড গ্রুপের অধিকারী ব্যক্তিদের রক্তের গায়ে থাকে ভিন্ন ধরনের খনিজ। যেমন- A ব্লাড গ্রুপের মধ্যে থাকে এ অ্যান্টিজেন। B ব্লাড গ্রুপের গায়ে থাকে বি অ্যান্টিজেন, AB এই ব্লাড গ্রুপের রক্তের গায়ে থাকে দুই প্রকার অ্যান্টিজেন এবং O ব্লাড গ্রুপের গায়ে এইচ অ্যান্টিজেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছে, ১৯৭৪ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে মশারা অন্যান্য ব্লাড গ্রুপের মানুষের থেকে ও ব্লাড গ্রুপের মানুষকে বেশি কামড় বসাচ্ছে। কারণ অন্যন্য ব্লাড গ্রুপের থেকে তাঁদের প্রিয় ও ব্লাড গ্রুপ। মূলত আলাদা ধরনের অ্যান্টিজেন খুঁজতেই মশারা এই ধরনের কাজ করে থাকে। তবে বিশেষজ্ঞরা এও বলছেন, ঘরে কেউ ও ব্লাড গ্রুপের থাকলে আপনাকে মশা কামড়াবে না এমনটা ভাবার কোন কারণ নেই।