Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

লক্ষ্য এবার ত্রিপুরা, আগামীকাল থেকেই শুরু তৃণমূলের বিভিন্ন কর্মসূচী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপর থেকেই তৃণমূলের নজরে আঞ্চলিক দল থেকে দেশীয় রাজনীতিতে পদার্পণ করার লক্ষ্য। সেই লক্ষ্যে এগিয়েও গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে গোটা দেশে মোদী বিরোধী হাওয়ার মুখ হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস দল গঠন করে। যদিও ত্রিপুরায় গত পুরসভা নির্বাচনে নিজের ভীত শক্ত করতে পারেনি তৃণমূল কংগ্রেস, কিন্তু তাতেও হাল ছাড়তে নারাজ দল।
সে রাজ্যে তৃণমূলের দায়িত্বে রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ই নভেম্বর আগরতলায় একটি মেগা সমাবেশের আয়োজন করেছেন তিনি। সূত্রের খবর, বিজেপি শাসিত ত্রিপুরায় মহিলা ভোটারদের হাতিয়ার করতে চায় তৃণমূল। সে রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। এদিন এক সাংবাদিক সম্মেলনে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, “গত ২ বছরে প্রায় ২ হাজার মহিলার ওপর নির্যাতন হয়েছে। কিন্তু দোষীদের কোন শাস্তি হয়নি। ধর্ষণের মতো ঘটনা ঘটেছে প্রায় ৪০০টির মতো। তারপরও চুপ করে আছে প্রশাসন। এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে”। তৃণমূল সূত্রে খবর, আগামী ১লা নভেম্বর থেকেই সে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রতিটি বাড়ি গিয়ে প্রচার চালাবে তৃণমূল কংগ্রেস। তাঁদের স্লোগান এবার, “এগিয়ে বাংলা, এবার এগোবে ত্রিপুরা”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News