Flash News
Monday, September 22, 2025

যৌবনেই চুলে পাক? ঘরোয়া পদ্ধতিতে‌ই হবে মুশকিল আসান

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

চুলে পাক ধরা আজ আর‌ কোনো বার্ধক্য জনিত সমস্যা নয়। তা হয়ে উঠেছে সর্বজনীন। বর্তমানের অনিয়মিত জীবনযাত্রার কারণে চুলে পাক ধরছে কিশোর-কিশোরী থেকে শুরু করে যুবক-যুবতীদের‌ও। চুলে পাক ধরার অন্যতম একটি কারণ হলো জিনগত সমস্যা। বংশানুক্রমে এই সমস্যা চলতেই থাকে। যার ফলে একটি পরিবারের প্রায় অধিকাংশের‌ই কম বয়সে চুল পেকে যেতে পারে। দৈনিক খাদ্য তালিকায় ফাস্ট ফুড জায়গা করে নিলেও তা চুলে পাক ধরাতে পারে। অতিরিক্ত তেল মশলা যুক্ত খাদ্য গ্রহণ করলে তা চুলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। গৃহীত খাদ্য পরিপাকে সমস্যা হলে অথবা অন্ত্র কিংবা পাকস্থলীর কার্যে সমস্যা হলেও তা চুলে পাক ধরার অন্যতম কারণ হয়ে উঠতে পারে।
তবে কিছু ঘরোয়া পদ্ধতিতে‌ই পাকা চুলের সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। কী সেই পদ্ধতি?
• পেঁয়াজ :- অকালেই চুলে পাক ধরতে শুরু করলে তা রোধে পেঁয়াজ অত্যন্ত কার্যকরী। সমগ্র চুলে পেঁয়াজের রস লাগিয়ে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এমনভাবে এই রস লাগাতে হবে যাতে তা সহজেই চুলের গোড়ায় প্রবেশ করে। তারপর ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে ফেলতে হবে। এই প্রকৃয়া নিয়মিত করলে চুলে পাক ধরার সমস্যা থেকে মিলতে পারে মুক্তি।
• কালো কফি :- কফি চুলের পক্ষে অত্যন্ত ভালো। গরম জলে কফি দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। ওই মিশ্রণ ঠান্ডা হয়ে এলে তা চুলে লাগিয়ে নিয়ে প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর তা ধুয়ে শ্যাম্পু করতে হবে। সপ্তাহে নিয়মিত ৩ বার এই প্রকৃয়া করলেই, চুল বাদামি হতে শুরু করবে। পাকা চুলের সমস্যা থেকেই মিলবে মুক্তি।

• আমলকী :- সেই আদিকাল থেকেই চুলের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করা হয়ে আসছে আমলকী। নারকেল তেলের সাথে কিছুটা আমলকী গুঁড়ো মিশিয়ে তা গরম করে চুলে লাগাতে হবে। যাতে এই মিশ্রণ সঠিকভাবে চুলের গোড়ায় প্রবেশ করতে পারে, সেইজন্য রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়তে হবে। সকালে উঠে ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিলেই মিটবে পাকা চুলের সমস্যা।
• কারিপাতা :- কারিপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন-এ, ভিটামিন-ই, ক্যালশিয়াম এবং কপার উপস্থিত, যা চুলের অকালপক্বতা রোধে ব্রহ্মাস্ত্রের ন্যায় কার্যকরী। নারকেল তেলে কারিপাতা মিশিয়ে ততক্ষণ ধরে ফোটাতে হবে যতক্ষণ না তেলের মধ্যে একটি কালচে আভা দেখা দেয়। তেল সামান্য কালো হয়ে এলে তা ঠান্ডা করার জন্য রাখতে হবে। এরপর ওই মিশ্রণটি ভালোভাবে চুলে লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে তিনবার এই মিশ্রণ ব্যবহার করলেই তা চুলের উপরে প্রভাব ফেলবে। চুলকে মোলায়েম করবে এবং পাকা চুলের সমস্যা থেকেও স্থায়ীভাবে মুক্তি দেবে। উপরোক্ত এই কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে‌ই মিলতে পারে কমবয়সে পাকা চুলের সমস্যা থেকে চিরকালের মুক্তি।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল
Related News