Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, নভেম্বরেই মিলতে পারে মহার্ঘ ভাতা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ডিএ মামলায় বড় খবর। নভেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা হতে পারে বকেয়া মহার্ঘ ভাতা। তবে ঠিক কত শতাংশ হারে মহেয়া মহার্ঘ ভাতা মিলবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সূত্রের খবর, ইতিমধ্যেই অর্থসচিব সমস্ত দফতরের আর্থিক উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। আলোচনা হয়েছে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও। কিন্তু আদৌ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা মিলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, সেখানে রাজ্যের কর্মীরা মহার্ঘ ভাতা পান মাত্র ৩ শতাংশ। অর্থাৎ ৩৫ শতাংশের ফারাক। উল্লেখ্য, মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় হারে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে হবে সেই সাথে দিতে হবে বকেয়া অর্থও। কিন্তু তিন মাসের সময় সীমা বেধে দিয়েও বিশেষ লাভ হয়নি।



রাজ্যের যুক্তি, বর্তমানে রাজ্যের কোষাগার কার্যত শুন্য। এই পরিস্থিতিতে কর্মীদের উচ্চোহারে মহার্ঘ ভাতা দিতে পারবে না। সেই নিয়ে অবশ্য রাজ্যের সাথে কর্মীদের বিবাদ নতুন কিছু নয়। তবে সূত্রের খবর, এবার কর্মীদের দীর্ঘ দিনের দাবি মেনে নিতে চলেছে রাজ্য সরকার। যদিও এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না মিললেও খানিকটা হলেও মিলবে বকেয়া বেতনসহ মহার্ঘ ভাতা। এখন দেখার বিষয় রাজ্যের তরফ থেকে কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

#Source: online/Digital/Social Media News   # Representative Image




Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News