Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

৮০ তে এসেও অমিতাভের ঝুলিতে সুপারহিট ছবি।

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি ১১ অক্টোবর ৮০-তে পা দিলেন অমিতাভ বচ্চন। বয়স বেড়েছে, কিন্তু  আজও  তিনি সেই 'ইয়ং ম্যান'! ১৯৭০-৮০ দশক থেকে বক্স অফিস মাতিয়ে আসছে তাঁর ব্যারিটোন গলা।তাঁর প্রথম সিনেমা ছিল সাত হিন্দুস্তানি আর সেখান থেকেই তাঁর পথ চলা  শুরু।তার অভিনয় দক্ষতা এখনো তাক লাগিয়ে দেয় দর্শকমহলে। যুগ যুগ ধরে রুপালি পর্দায় তার উজ্জ্বল উপস্থিতি অটুট রয়েছে।তাকে বলা হয়, ভারতের সর্বকালের সেরা চলচ্চিত্র তারকা।প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মনোরঞ্জন করে মুগ্ধ করেছেন শাহেনশা।নবাগত সুপারস্টারদের সঙ্গেও তিনি আশি বছর বয়সেও পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন।যে কোনো চরিত্রই হোক না কেন রোমান্টিক নায়ক থেকে শুরু করে বাবা ছেলের সম্পর্ক সব চরিত্রেই তিনি একেবারে ফিট।২০২২ সালের সবচেয়ে বড় বলিউড ফিল্ম 'ব্রহ্মাস্ত্র'এই ছবির অধিকাংশ জুড়ে ছিলেন অমিতাভ বচ্চনও। ‘গুরু অরবিন্দ’-এর ভূমিকায় তাঁর অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে।চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় ‘ঝুন্ড’ ছবিটি। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন নাগরাজ মঞ্জুলে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনক।ঠিক এক মাস পর এপ্রিলে মুক্তি পায় ‘রানওয়ে ৩৪’। থ্রিলার ঘরানার এই ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন আরও এক সুপারস্টার অজয় দেবগন। এই ছবির প্রযোজনা এবং পরিচালনার দায়িত্বেও ছিলেন অজয়।



এই বছর  সেপ্টেম্বর মাসের শেষের দিকে মুক্তি পায় সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’।বলিউডের ‘শাহেনশাহ’ও এই ছবিতেও  কাজ করতে দেখা গিয়েছিল।২০২২ সালের ৭ অক্টোবর মুক্তি পাওয়া  বিকাশ বহলের 'গুড বাই' ছবি, এখানে মুখ্যচরিত্রে অভিনয়  করতে দেখা গেছে অমিতাভ বচ্চনকে।জানা যাচ্ছে  নভেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত আরও একটি ছবিতে দেখা যাবে অমিতাভকে ড্রামা ঘরানার ‘উঁচাই’ ছবিতে।শুধু হিন্দি ছবিতেই নয়, গুজরাতি ছবিতেও অভিনয় করেছেন অমিতাভ। চলতি বছরের অগস্ট মাসে ‘ফক্ত মহিলাও মাতে’ ছবিতে অতিথি শিল্পী হিসাবে অভিনয় করতে দেখা গিয়েছে শাহেনশাকে। তাঁর ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ৪টি জাতীয় পুরস্কার, সম্মানিত হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ দাদাসাহেব ফালকে পুরস্কারে। পদ্মশ্রী, পদ্ধভুষণ ও পদ্ধবিভুষণে সম্মানিত হয়েছেন। এছাড়াও পেয়েছেন ১৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ১১টি স্ক্রিন অ্যাওয়ার্ড। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে দেশে বিদেশের একাধিক পুরস্কার।তাই বলা বাহুল্য 'বিগ বি' আশিতেও কাঁপিয়ে দিচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি।'ডন' সিনেমা তে  বিখ্যাত ডায়লগ 'ডন কো পাকাড়না মুশকিল হি নেহি নামুমকিন হে'সত্যিই ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত  কোনও নায়কই তাকে ছাড়িয়ে যেতে পারেনি তিনি শুধু বলিউডই নয় ইন্ডিয়ান  ফিল্ম ইন্ডাস্ট্রির  ইন্ডাস্ট্রির শাহেনশা।তাঁর কাছে বয়স 'জাস্ট এ নম্বর'।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News