Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

পাকিস্তান কে হারিয়ে ' সিকন্দর ' র মতোই জিতলেন রাজা। কৃতজ্ঞতা পন্টিং কে!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

এবছরের বিশ্বকাপ নানারকম অত্যাশ্চর্য ঘটনায় ভরপুর। আয়ারল্যান্ডের দু' বারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ কে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া বা শক্তিশালী ইংল্যান্ড কে হারানো বা নামিবিয়া র শ্রীলঙ্কা কে পরাস্ত করা ---- সমস্ত কিছুই যেন এক চমক! কোনো দল কেই যে আর ছোট করে দেখা যাবে না এবারে তা বোঝা যাচ্ছে ভালোই। তাই টুর্নামেন্ট ক্রমশঃ জমে উঠেছে। এর ই মধ্যে পাকিস্তানকে বধ করল জিম্বাবোয়ে। ভারতের কাছে হেরে পাকিস্তান এমনিতেই নানা রকম সমালোচনার সম্মুখীন হচ্ছে। চাপ আসছে বাবর আজমের ক্যাপ্টেন্সি তেও। এর ই মধ্যে জিম্বাবোয়ের মতো এক তথাকথিত আনডাররেটেড দলের কাছে হার পাকিস্তানের টুর্নামেন্টে হাল টালমাটাল করেছে। জিম্বাবোয়ের ক্যাপটেন এরভিন এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে শুরু টা একেবারেই ভালো হয়নি অধিনায়কের জন্য । তিনি নিজে ১৯ রানে ফেরেন ও অন্যদিকে মাধিভীর করেন মাত্র ১৭ রান। পুরো ইনিংসে একমাত্র উইলিয়ামস করেন উল্লেখযোগ্য স্কোর, যার পরিমাণ ৩১, ৩ টে চারের মাধ্যমে। আর কেউ কুড়ি রানের গন্ডিও পেরোতে পারেনি। ওয়াসিম ( ৪ উইকেট ), শাদাব ( ৩ উইকেট ) - এর দাপটে জিম্বাবোয়ে থেমে যায় ১৩০ রানে, ৮ উইকেট খুইয়ে। 

স্বাভাবিক ভাবেই ভাবা হচ্ছিল যে, পাকিস্তান সহজেই জিতে যাবে ম্যাচ, কিন্তু হল হিতে- বিপরীত। মহম্মদ রিজ‌ওয়ান ১৪ রানে আর অধিনায়ক বাবর আজম ৪ রানে ডাগ আউটে ফেরত যাওয়ার পর রীতিমতো ধসে যায় পাকিস্তানের ইনিংস। আগের ম্যাচের মতোই মাসুদ করেন ভালো স্কোর করেন (৪৪), কিন্তু তাঁর সঙ দিতে পারেনি কেউই । আর‌ও একবার প্রশ্ন উঠল বাবর - রিজ‌ওয়ানের পর কি কেউ নেই যে ম্যাচ এগিয়ে নিয়ে যেতে পারে? শেষে এক রানে জিতে যায় জিম্বাবোয়ে! তবে এই ম্যাচের অন্যতম সেরা পারফরমার সিকন্দর রাজা যিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, ম্যাচ শেষে কৃতজ্ঞতা জানালেন রিকি পন্টিং কে! আসলে পাকিস্তান র সঙ্গে ম্যাচের আগে যথেষ্ট নার্ভাস ছিলেন রাজা। আর তখনই আইসিসির পোস্ট করা রিকি পন্টিং র একটি ভিডিও পাঠানো হলে তাঁকে, তিনি অনুপ্রাণিত বোধ করেন। ছত্রিশ বছর বয়সি এই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছেন পন্টিং, এমনকী ম্যাকগ্রাথ , ল্যাঙ্গার দের মতো বড়ো লেজেন্ডস দের সঙ্গে তুলনাও করা হয়েছে তাঁকে। আর তাতেই তিনি আপ্লুত! 
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News