Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

মোদিকে 'দেশপ্রেমিক' অ্যাখ্যা রুশ প্রেসিডেন্ট এর; প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভ্লাদিমির পুতিন!

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'স্বাধীন বিদেশ নীতি'-কে কেন্দ্র করে প্রশংসার বাণী শোনালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদির উদ্দেশ্যে পুতিন বলেন - "একজন দেশপ্রেমিক, ওঁর নেতৃত্বে ভারতে অনেক কিছু হয়েছে"। মোদির প্রতি পুতিনের এমন ভূয়সী প্রশংসায় শুরু হয়েছে আন্তর্জাতিক তরজা। চলছিল মস্কোর ভালদাই ডিসকাসন ক্লাবের বাত্‍সরিক অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ভ্লাদিমির পুতিন। অনুষ্ঠান চলাকালীনই মোদির প্রশংসা করতে শোনা যায় পুতিন কে। সংবাদ সংস্থা 'রয়টার্স' সূত্রে খবর, মোদির 'মেক ইন ইন্ডিয়া'- নীতির‌ও চরম প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের বক্তব্য, "মোদির 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প অর্থনৈতিক এবং নীতিগতভাবে উল্লেখযোগ্য। পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র হওয়ার জন্য গর্ববোধ করা উচিত ভারতের।" ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে ভারত যেভাবে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করেছে তারও প্রশংসা করেছেন পুতিন। পুতিন বলেন, "দেড়শো কোটি মানুষের দেশে এই হারে উন্নয়ন সকলের সম্মান ও প্রশংসা জিতে নিয়েছে।"

ভারত-রাশিয়া পারস্পরিক সম্পর্ক নিয়েও মুখ খোলেন পুতিন। তিনি জানান, "বহু দশকের ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক গড়ে উঠেছে উভয়ের মধ্যেই। আমাদের মধ্যে কখনোই কঠিন কোনও সমস্যা হয়নি। পরস্পরকে সমর্থন করে গেছি। এখনও তা-ই হচ্ছে। আমি নিশ্চিত, ভবিষ্যতেও তা-ই হবে।" এরপর তিনি জানান, মোদির কথামত ভারতে কৃষির উন্নতির জন্য ৭.৬ গুণ সারের সরবরাহ বাড়ানো হয়েছে।
চলতি বছরের ২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ৮ মাস কেটে গেলেও এখন‌ও থামেনি যুদ্ধ। ইউক্রেনকে সাহায্য করায় রাশিয়ার ক্ষোভের মুখে পড়তে হয় আমেরিকা কে‌। এক‌ই মঞ্চ থেকে পুতিনের হুঁশিয়ারি, "আমেরিকা ও তার শরিক দেশগুলি যেসব কাজ করেছে তার জেরে তারা সুরক্ষিত নয়"। ইউক্রেনকে সাহায্যকারী পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও ভারতের প্রশংসায় পঞ্চমুখ পুতিন। যার জেরে শুরু হয়েছে আন্তর্জাতিক তরজা।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News