Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

যুবরাজের রেকর্ড ভাঙলেন রোহিত! ভারতীয়দের মধ্যে হলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়ের মালিক।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

যুবরাজ সিং ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি এ- বিষয়ে কোনো সন্দেহ নেই। কে ভুলতে পারে তাঁর ২০০৭ সালে স্টুয়ার্ট ব্রড কে ৬ বলে ৬ টা ছয় ? এতদিন তাঁর নামেই ছিল টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার। ৩১ ম্যাচে ২৮ টি ইনিংসে ছিল ৩৩ টি ছয় তাঁর । এদিন সেই রেকর্ড ই ভেঙে ফেললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ! আজকের নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯ বলে ৫৩ রানের ইনিংসে ৩ টি ছক্কা মেরেছেন তিনি , যা ভেঙে দিয়েছে তাঁর ২০০৭ সালের বিশ্বকাপ সতীর্থর রেকর্ড। ভারতীয় হিসাবে তিনি ই এখন প্রথমে, শুধুমাত্র ইউনিভার্স বসের নীচে। ক্রিস গেইল র নামে রয়েছে ৬৩ টি ছয়! 

বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না ভারতীয় অধিনায়কের ফর্ম। আউট অফ ফর্ম তিনি। ব্যাট হাতে রান পাচ্ছিলেন না। পাকিস্তানের ম্যাচেও তার ই প্রতিফলন হয়। তবে আজ নেদারল্যান্ডসের ম্যাচে পুরানো ফর্মে দেখা গেল তাঁকে। আশা করা যেতে পারে তাঁর এই ইনিংস অনেক আত্মবিশ্বাস দেবে তাঁকে। তাঁর ভালো স্টার্টের উপর নির্ভর করেই আগের ম্যাচের হিরো ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি করেছেন ৪৪ বলে ৬২ , আর সূর্যকুমার করেন প্রায় ২০০ স্ট্রাইক রেটে ২৫ বলে ৫১।



তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে কে এল রাহুলের বারংবার ব্যর্থ হ‌ওয়া। তাঁর চরম খারাপ ফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্ট কে। এদিন ও তিনি করেছেন মাত্র ৯ রান! রোহিত - বিরাট আর সূর্য র দাপটে ভারত করেছে ২০ ওভারে ১৭৯ ,যার উত্তরে ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডস ১৯ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১০৯, স্বাভাবিক ভাবেই তারা হারের মুখ দেখতে চলেছে!

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News