#Pravati Sangbad Digital Desk:
আজ ২৬ শে অক্টোবর, ৩৪ এ পা রাখল 'বাবু'। আলিপুরে যখন এসেছিল তখন সালটা ১৯৯৮। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ ২৪ টা বছর। হ্যাঁ, 'বাবু' হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানার সবচেয়ে বেশি বয়সী সেই আদুরে শিম্পাঞ্জি। যাকে দেখতে প্রতিদিনই শতাধিক মানুষের সমাগম হয় চিড়িয়াখানায়। আর আজ তারই জন্মদিন। সকাল থেকেই সাজো সাজো রব চিড়িয়াখানার অন্দরে। এদিন কেক কেটে ধুমধাম করে পালিত হলো 'বাবু'-র ৩৪ তম জন্মদিন। জন্মদিনের নিমন্ত্রণে উপস্থিত ছিলেন মীর আফসার আলি, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ বাবুকে দত্তক নেওয়া পিতা-মাতা অভিনেতা জুটি সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত। পাশাপাশি জন্মদিন উদযাপনে সকাল থেকেই বাবুর সহস্র ভক্তদের সমাগম হয় আলিপুরে। এদিকে জন্মদিনে ধরা পড়ল 'বাবু'-র আলাদাই রূপ। সহস্র ভক্তদের একসাথে দেখে বেজায় খুশি সে। হাত-পা দুলিয়ে, নেচে-খেলে বেশ মজা করেই নিজের জন্মদিন উদযাপন করল 'বাবু'। জন্মদিনের মেনুতে ছিল 'বাবু'-র প্রিয় সব খাবার। গাজর, তরমুজ, আম, আপেল, টমেটো, খেজুর থেকে শুরু করে দুধ, পাউরুটি সমস্ত কিছুই ছিল লম্বা মেনুতে।
বেশ কয়েক বছর আগে প্রায় ৫০,০০০ টাকার বিনিময়ে শিম্পাঞ্জি 'বাবু' কে দত্তক নেন অভিনেতা জুটি সপ্তর্ষি মৌলিক এবং সোহিনী সেনগুপ্ত। সোহিনী জানিয়েছেন, "আমি যখন ছোটবেলায় মায়ের সঙ্গে চিড়িয়াখানায় যেতাম, 'বাবু'ও তখন ছোট। ওকে আমার ভাল লাগত। আমার মনে হত শিম্পাঞ্জিদের কীর্তিকলাপ কিছুটা মানুষের মতোই। ও আমার কাছে ভাইয়ের মতো। ও যেভাবে নিজের কর্মকাণ্ড দিয়ে দর্শকদের মন জয় করে নেয়, সেটা সত্যিই খুব সুন্দর। এখন 'বাবু' আর আমার দু’জনেরই বয়স হয়েছে। এখনও আমি ওকে দেখতে মাঝে মাঝে চিড়িয়াখানায় যাই।" এছাড়াও তিনি জানান 'বাবু'-র মাসিক খরচের কিছুটা তাঁরা দুজনে প্রদান করেন। চিরকালই আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের ভিড়ের অন্যতম কেন্দ্র হলো 'বাবু'। সারাটা দিনই ফুর্তিতে কাটায় সে। যদিও বছরখানেক আগে নিজের সঙ্গিনীকে হারিয়ে ভেঙে পড়েছিল শিম্পাঞ্জি 'বাবু'। তখন ভক্তরাই 'বাবু'-র মন ভালো করার জন্য অবলম্বন করেছিল নানান পদ্ধতি। আবার বিগত দু বছরের করোনা পরিস্থিতিতেও ভক্তদের দেখতে না পেয়ে মন খারাপ হয়েছিল 'বাবু'-র। যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে আবারও আগের মতই খোশ মেজাজে দেখা যায় 'বাবু'-কে।
#Source: online/Digital/Social Media News # Representative Image