Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অর্শদীপ ই হতে পারেন পরবর্তী জাহির খান, দাবি অনিল কুম্বলের।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

ভারতের প্রাক্তন পেসার জাহির খানের কথা আমরা কে না জানি! তাঁর একার কাঁধে ভারতীয় পেস অ্যাটাক বহু বছর বিপক্ষকে চোখ রাঙিয়ে এসেছে। তাঁর ই সতীর্থ এবার তাঁর বিকল্প হিসেবে বেছে নিলেন ভারতের নবাগত পেসার অর্শদীপ সিং কে। তিনি আর কেউই নন, অনিল কুম্বলে!  অর্শদীপ সম্পর্কে অনেক ভালো করেই জানেন কুম্বলে। কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসাবে অনেক কাছ থেকে দেখেছেন তিনি এই উঠতি পেসার কে। এবং তাঁর ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধেও তিনি যথেষ্ট ই আশাবাদী। প্রসঙ্গত কিছুদিন আগে , একটা সাধারণ ক্যাচ মিস করা নিয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর ট্রোলিং এর মুখে পড়তে হয় তাকে। এমনকী, অনেকে তাঁর ভারতীয় দলে থাকা নিয়েও প্রশ্ন করতে শুরু করে। 
কিন্তু রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে অভিজ্ঞ মহম্মদ শামি বা ভুবনেশ্বর কুমার নয় মেইন পেস বোলিং ফোর্স হিসেবে পাকিস্তান কে নাস্তানাবুদ করেন অর্শদীপ সিং। অভিজ্ঞ বাবর কে তিনি ফেরান শূন্য রানে। বিধ্বংসী ও বিশ্বের এক নম্বর টি ২০ ব্যাটার রিজ‌ওয়ান কে প্যাভিলিয়নের রাস্তা দেখান মাত্র ৪ রানে। এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি কার্যত ভারতকে প্রাথমিক স্তরে এগিয়ে দেন। ওই দুই ব্যাটসম্যানের কেউ থাকলে টার্গেট যে ১৬০ হত না, এটা বলাই বাহুল্য! তাই ম্যাচে বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়ার থেকে কোনো অংশে কম না অর্শদীপের কৃতিত্ব। তা স্বীকার করে নিয়েছেন স্বয়ং পান্ডিয়া নিজে। অর্শদীপের পারফরম্যান্স দেখে খুশি প্রাক্তন ইন্ডিয়ান কোচ অনিল কুম্বলে। তাঁর মতে এখনও অনেক চলা বাকি অর্শদীপের। আর সব ঠিক থাকলে জাহির খানের মতোই বছরের পর বছর ইন্ডিয়ার হয়ে খেলতে পারবেন তিনি।

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News