Flash News
    No Flash News Today..!!
Friday, October 3, 2025

প্রাথমিক টেট-এ উপচে পড়া ভিড়, আবেদনকারীর সংখ্যা সাত লক্ষ

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে বাইশের টেটে আবেদনকারীর সংখ্যাটা প্রায় ৭ লক্ষ। পরীক্ষা কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাস তিনেক আগে সামনে আসে এসএসসি, প্রাথমিক টেট সহ শিক্ষাক্ষেত্রের একাধিক দুর্নীতি। রাজ্যের চেহারাটা বদলে যায় পুরোটাই। ধর্নায় বসেন শত সহস্র চাকরিপ্রার্থী। গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী। এমনকি চাকরি যায় রাজ্যের একাধিক ভুয়ো শিক্ষকদের। সবমিলিয়ে যখন কাঠগোড়ায় সরকার তখনই আদালতের নির্দেশে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের শিক্ষা পর্ষদ। গত ১৪ অক্টোবর থেকে শুরু হয় ২০২২ এর প্রাথমিক টেট এর আবেদন প্রক্রিয়া। প্রথম দিনেই আবেদন করেন প্রায় দেড় হাজার মানুষ। উল্লেখ্য প্রাথমিক টেট এর বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতা হিসেবে বলা হয়েছিল ডিএলএড এর সঙ্গে বি.এড প্রশিক্ষিতরাও ২০২২ এর টেট এ বসার সুযোগ পাবেন। ফলত আবেদনকারীদের সংখ্যাটা প্রায় সমস্ত মাত্রা অতিক্রম করে যায়। পর্ষদ সূত্রে খবর আগামী ১১ই ডিসেম্বরের টেট পরীক্ষায় বসার আবেদন করেছেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার প্রার্থী। সংবাদ মাধ্যমকে দেওয়া বিজ্ঞপ্তিতে রাজ্যের শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানিয়েছেন, চলতি বছরের পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি। পাশাপাশি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য, “এত বেশি আবেদন পড়েছে এটা খুবই পজিটিভ দিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ও ভরসা রেখেছেন বলেই এত প্রার্থী আবেদন করেছেন। পর্ষদ‌ও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ভাবে করেছে বলেই আবেদনকারীরা ভরসা করে এত বেশি আবেদন করেছেন।”
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে পরীক্ষা কেন্দ্র এবং পরিকাঠামো গড়ে তোলার কাজও প্রায় শেষের পথে। প্রশ্নপত্র তৈরি থেকে প্রশাসনের নজরদারি সমস্তটাই চলছে জোড় কদমে। তবে কতটা স্বচ্ছ ভাবে সম্পন্ন হবে বাইশের এই প্রাথমিক টেট, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে শিক্ষামহলে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News