#Pravati Sangbad Digital Desk:
হিজাবের পর এবার পাগড়ি। রাস্তায় যাতায়াতের সময় এক মৌলবির মাথা থেকে পাগড়ি খুলে নিয়ে দৌড় দিলো এক কিশোর। ইরানে রাস্তায় এই ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এতদিন হিজাব নিয়ে আন্দোলন চলছিল। এবার হিজাবের পাল্টা পাগড়ি নিয়ে আন্দোলনের সূচনা। এক ব্যাক্তি ওই ভাইরাল হাওড়া ভিডিওটি নিয়ে বলেছেন , ' সম্প্রতি ইরানের বেশ কিছু ভিডিও পেয়েছি, যেখানে সরকারের বিরোধিতায় স্কুল পড়ুয়ারা মৌলবীর মাথা থেকে পাগড়ি খুলে নিচ্ছে'। সোমবার কেরালায় কোঝিকোড় টাউন হলের সামনে ৫০ জন মুসলিম মহিলা হিজাব পুড়িয়ে দেন। সঠিকভাবে হিজাব না পড়ায় ২২ বছরের মাশা আমানিকে সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করে ইরানের পুলিশ। প্রবল নির্যাতনের শিকার হয়ে ওই তরুণী মারা যায়। এই ঘটনার প্রেক্ষিতে তীব্র আন্দোলন চলে।