Flash News
Monday, September 22, 2025

অসুস্থতাতেই প্রচার

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

'দি ফ্যামিলি ম্যান ২' খ্যাত দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু এর নতুন সিনেমা 'যশোদা' র ট্রেলার লঞ্চ হয়েছে ইতিমধ্যেই । এই সিনেমার প্রচারের কাজ অভিনেত্রীর অসুস্থতার জন্য থেমে থাকেনি ।দীর্ঘদিন ধরে মায়োসাইটিস রোগে ভুগছেন অভিনেত্রী । 'যশোদা'l র ট্রেলার লঞ্চের দিন একথা তিনি তার অনুরাগীদের জানান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে ।গতকাল অর্থাৎ সোমবার নিজের ইনস্টা পেজে কিছু ছবি পোস্ট করে নিচে লেখেন ,"আমার প্রিয় বন্ধু ,রাজ নীদিমরু বলেন, দিন যেমনই হোক বা যতই খারাপ হোক, স্নান করো, শেভ করো আর সেজেগুজে মানুষের সামনে উপস্থিত হও। তোমার এটুকু আমি আজ ধার নিলাম 'যশোদা'র প্রচারের জন্য। নিচে রাজ কমেন্টে লেখেন ,"শুধু ধার নেবে কেন ,আগামী দিনেও এমন থেকো সামান্থা"। 'ফ্যামিলি ম্যান টু' এর পর বিপুল পরিমাণে প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। দক্ষিণের একাধিক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদের। এবার তিনি আয়ুষ্মান খুরানার সাথে বলিউডের তার ডেবিউ করতে চলেছেন । শোনা যাচ্ছে নাকি এই প্রজেক্ট এর কাজ খাতায়-কলমে শেষ ,এবার শুধু মাঠে নামের অপেক্ষা। অসুস্থতা কে একেবারেই পথের বাধা হতে দিচ্ছেন না অভিনেত্রী। তার অসুস্থতার খবর শুনে নাগা চৈতন্যের ভাই অখিল আখিনেনি তার সুস্থতা কামনা করেছেন ।শোনা যাচ্ছে ,নাগার্জুন ও নাগা চৈতন্য সামন্থার সঙ্গে দেখা করতে যেতে পারেন। গত বছরই নিজেদের চার বছরের বিবাহ বন্ধন থেকে বেরিয়ে এসেছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। তবে এর পর অভিনেত্রী পুরোপুরি মন দিয়েছেন অভিনয়ে। সুপারহিট সিনেমা 'পুষ্পা দি রাইজ 'যেন আরো জনপ্রিয়তা লাভ করেছে অভিনেত্রীর 'উ আন্টাভা' গানের জন্য।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News