Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

চুলের হাজারো সমস্যার সমাধানে ক্যাস্টর অয়েল

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

লম্বা ঘন কালো চুল যে কোনো নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে অতিরিক্ত দূষণ ও নিয়মিত চুলের যত্ন না নেওয়ার কারণে চুল পড়ে যাওয়া, আগা ফাটা, চুলের বৃদ্ধি কমে যাওয়া এবং ঔজ্বল্য হারিয়ে যাচ্ছে। এসব সমস্যায় ব্যবহার করতে পারেন ক্যাস্টার অয়েল।ক্যাস্টর অয়েলে প্রাকৃতিক গুণাবলী বিদ্যমান যা চুলের জন্য খুবই কার্যকরী।ক্যাস্টর বিনস থেকে তৈরি হয় ক্যাস্টর অয়েল। ফ্যাকাশে হলুদ রঙের এই তেল যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি চুলের বৃদ্ধি ঘটায়, সেইসঙ্গে মাথার ত্বকের চিকিৎসায়ও কাজে আসে। চুলের আর্দ্রতা বজায় রাখে ক্যাস্টর অয়েল। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল চুলে পুষ্টি সরবরাহ এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
জেনে নিন চুলের নানান  সমস্যার সমাধানে কাস্টার অয়েলের ব্যবহার:
চুল লম্বা করতে ক্যাস্টর অয়েল:একটি কাঁচের পাত্রের মধ্যে নারকেল তেল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল এবং আমন্ড অয়েল সম পরিমাণে রেখে কাঁচের পাত্রটি রৌদ্রে অন্তত পাঁচ দিন রেখে দিন। তারপর প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় কয়েক ফোঁটা নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করুন। এই মিশ্রণটি চুল লম্বা করতে সাহায্য করবে।
• রুক্ষ শুষ্ক চুলের যত্নে ক্যাস্টর অয়েল: এর জন্য সপ্তাহে অন্তত একদিন একটি ডিম, চার চামচ টক দই এবং এক চামচ ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে নিয়ে মাথায় লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। চুল সুন্দর এবং সিল্কি হয়ে উঠবে।
চুলের  অকালপক্কতার সমস্যায় ক্যাস্টর অয়েল:  ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশাতে পারেন পেঁয়াজের রস। এতে অকাল পক্কতার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ক্যাস্টর অয়েলের সঙ্গে সম পরিমাণ পেঁয়াজের রস মেশান। এবার তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে এক দু- দিন  এই মিশ্রণটি ব্যবহার করুন।
•চুলের সার্বিক পরিচর্যায় ক্যাস্টর অয়েল:চুল পড়া কমানোর পাশপাশি চুলের সার্বিক পরিচর্যার দিকেও খেয়াল রাখতে চাইলে ক্যাস্টর অয়েলের সঙ্গে ব্যবহার করতে হবে অ্যালোভেরা পাতার ফ্রেশ জেল। এই মিশ্রণটি তৈরির জন্য দুই টেবিল চামচ ক্যাস্টর অয়েল, আধা কাপ অ্যালোভেরা পাতার জেল, এক চা চামচ তুলসি পাতার গুঁড়া ও এক চা চামচ মেথি গুঁড়া।সকল উপাদান একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। পেস্টটি হাতের সাহায্যে আলতোভাবে পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে এরপর সাধারণ নিয়মে চুল ধুয়ে নিতে হবে। প্রতি সপ্তাহে একবার এই মিশ্রণটি ব্যবহারেই উপকার পাওয়া যাবে।
খুশকি দূর করতে  ক্যাস্টর অয়েল: শীতকালে অনেকেই মাথায় খুশকিতে ভোগেন। এক চামচ ক্যাস্টর অয়েল, চার চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে মাথার স্কাল্পে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পরেই শ্যাম্পু করে ফেলুন।
•চুল পড়া বন্ধ করতে ক্যাস্টর অয়েল :ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ভালো করে ম্যাসাজ করুন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। ১৫-২০ মিনিট তেল রেখে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পর ভালো করে চুল শুকিয়ে নেবেন। চুল পড়া বন্ধ হবে নিয়মিত ব্যবহার করলে।সপ্তাহে একদিন বা দু দিন এটি ব্যবহার  করুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News