#Pravati Sangbad Digital Desk:
এ যেন ঠিক কোনো সিনেমার দৃশ্য! ট্রেন আসতে আর বেশি বাকি নেই। গেটম্যান রেলগেট নামানোর জন্য প্রস্তুত। কিন্তু কোনোভাবেই রেলগেট নামাতে পারছেন না তিনি। কারণ লেভেল ক্রসিংয়ে তিনজন অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে আটকে গিয়েছে একটি টোটো। বহু চেষ্টা সত্ত্বেও গাড়ি নিয়ে চালক বেরিয়ে আসতে পারছেন না সেখান থেকে। তাঁর বিপদ দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছেন স্থানীয় লোকেরা। আর ঠিক সেই সময়ই ত্রাতা হিসেবে ঘটনাস্থলে এসে উপস্থিত হন মেমারি পৌরসভার পুরপ্রধান স্বপন বিষয়ী।
ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারির ইলামপুরের। ওই পুরসভা এলাকাতেই পূর্ব রেলের হাওড়া বর্ধমান মেন শাখার মেমারি স্টেশনটি রয়েছে। এছাড়াও মেমারি শহরের মধ্যে জি টি রোড, মেমারি বাজার এবং ইলামপুরে রেলের লেভেল ক্রসিং রয়েছে বলে জানা গিয়েছে। সোমবার এক টোটো চালক তিনজন অন্তঃসত্ত্বাকে নিয়ে লেভেল ক্রসিংয়ে থাকা একটি বড় গর্তে আটকে যান। তাঁর টোটোর চাকা সেখানে ঢুকে যাওয়ায় কোনভাবেই টোটোটিকে বের করতে পারছিলেন না তিনি। অন্যদিকে তাড়াতাড়ি টোটো বের করে নিয়ে আসার জন্য চিত্কার করতে থাকেন গেটম্যান। সেই সময় নিজের কিছু সরকারি কাজে মেমারি পৌরসভার পুর প্রধান স্বপন বিষয়ী এসে উপস্থিত হয়েছিলেন ইলামপুর লেভেল ক্রসিং এর কাছে। তিনি টোটোটিকে এমন অবস্থায় দেখে নিজের স্কুটি দাঁড় করিয়ে তড়িঘড়ি উদ্ধারের কাজে হাত লাগান। পথ চলতি আরও একজনকে দাঁড় করিয়ে দুজন মিলে টোটোটিকে পেছন দিক থেকে ঠেলে তারপরে গর্ত থেকে বের করে দেওয়া হয়। টোটো চালক গর্ত থেকে বেরিয়েই দ্রুত লেভেল ক্রসিং পার করেন। সম্পূর্ণ ঘটনাটি বন্দি হয় সিসিটিভিতে। টোটো চালক সাগর কর্মকার জানান, তিনি মেমারি গ্রামীণ হাসপাতাল থেকে ওই তিন অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে যাচ্ছিলেন মেমারির নুদিপুরে। তবে তাঁর আগেই ইলামপুর রেলগেটের রেভেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে। তাঁর বিপদ দেখে অন্য কেউ সাহায্যের হাত বাড়িয়ে না দিলেও পুর প্রধান তা দেখে দ্রুত ছুটে আসেন। এই প্রসঙ্গে পুর প্রধান স্বপন বিষয়ী জানান, তাদের দলনেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি তাদের নেত্রীর সেই কথাকে শিরধার্য করে নিজের কাজ করে চলেছেন। পুর প্রধানের এই কাজ স্বাভাবিকভাবেই মেমারি শহরবাসীর প্রশংসা পেয়েছে।