#Pravati Sangbad Digital Desk:
টি 20 বিশ্বকাপ সেমিফাইনাল এ ভারত। কে কার মুখোমুখী হবে তা ঠিক হয়ে গেল ভারত-জিম্বাবোয়ে ম্যাচ এর শেষে। সর্বশীর্ষে থেকে রোহিত এর দল ভারত শেষ 4-এ। পাকিস্তান দ্বিতীয় হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। আগামী ৯ই নভেম্বের নিউজিল্যাণ্ড ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১০ তারিখ ভারত মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। অতীতে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে হওয়া 22টি টি ২০ ম্যাচের মধ্যে 12টি ম্যচে জয়ের মুখ দেখছে নীল বিগ্রেড অপরদিকে 10টি ম্যচে জয় পেয়েছে ইংরেজরা।