কলকাতা থেকে ডুয়ার্স ভ্রমণ।

banner

journalist Name : suparna kundu

#Pravati Sangbad Digital Desk:

চলে আসছে শীতকাল আর শীতকাল মানে ভ্রমণের এক আলাদাই আমেজ বাঙ্গালীদের কাছে। তার মধ্যে অনেকেরই পাহাড় ভীষন পছন্দ। কিন্তু সমস্যা হচ্ছে পাহাড়ে ঘুরতে যাওয়ার ঠিকমত ট্রেনে বাসে টিকিট পাওয়া যাচ্ছে না। বিমানের টিকিটের দাম আকাশ ছোঁয়া। তা বলে কি এবছরের পাহাড়ে ঘোরা বন্ধ করে দেবে পর্যটকরা। তার আর দরকার নেই। বাঙালি ভ্রমণ স্থানের মধ্যে পছন্দের জায়গা একশৃঙ্গ গন্ডারের হোম ডুয়ার্স জঙ্গল । তবে সেখানে ঘুরতে যাওয়ার জন্য সৌজন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC) এক দারুন ব্যবস্থা করেছে। যেখানে ঘুরতে যাওয়ার জন্য উত্তরবঙ্গের ট্রেনের টিকিট বাসের টিকিট পাওয়া যাচ্ছে না। সেখানে অতি কম খরচে এসি বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এসি বাসে এত অতুলনীয় ব্যবস্থা পর্যটকদের বেশ মন কারবে। তবে আর কি ব্যাগ পত্র গুছিয়ে ফেলুন আর ঘুরে আসুন অনেক কম খরচে উত্তরবঙ্গ ডুয়ার্স।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন
Related News