পর্যটকদের জন্য এবার সরকার আনতে চলেছে নতুন ট্যুরিস্ট অ্যাপ, বাড়িতে বসে বুক করতে পারবেন দর্শনীয় স্থানের টিকিট

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

কলকাতার রসগোল্লা থেকে দই, ট্রামের ঘন্টাধ্বনি থেকে গড়ের মাঠে আড্ডা, দুর্গাপুজো, প্যান্ডেল হপিং এসবকিছুকে ঘিরে উন্মাদনা সর্বত্রই ছড়িয়ে আছে কলকাতা জুড়ে।কলকাতাকে এক কথায়  বলা হয় সিটি অব জয়। শীত এলেই পর্যটকের ঢল নামে কলকাতা দর্শনীয় স্থানগুলোতে।দেশ-বিদেশের পর্যটকদের কথা মাথায় রেখে নয়া অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। যেখান থেকে পর্যটকরা টিকিট বুকিং-সহ অন্যান্য অনেক সুযোগ-সুবিধা পাবেন। মূলত, আলিপুর চিড়িয়াখানায়, ভিক্টোরিয়া,মিউজিয়ামের মতো অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলিতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকের ভিড় জমে। এবার সেই সব পর্যটকদের সময় বাঁচাতে ও অযথা  হয়রানি এড়াতে নতুন উদ্যোগ নিল পর্যটন দফতর (West Bengal Tourism Department) । জানা যাচ্ছে , খুব শীঘ্রই তারা আনতে চলেছে মোবাইল অ্যাপ (Mobile App of Tourism Department) । জানা গেছে,অ্যান্ড্রয়েডে গুগল প্লে এবং অ্যাপেল স্টোরে এই অ্যাপের সুবিধা পাওয়া যাবে ।এর আগে  শহরের রাজপথে যাত্রা শুরু করেছে ডবল ডেকার বাস।কলকাতা কানেক্ট' নামে এই ডবল ডেকার বাসের ট্যুরের বুকিং করা  যায় অনলাইনে। টিকিট কেটে বাসে চাপলে ঘুরে দেখা যায়  সেন্ট জন্স চার্চ, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল।যাকে এক প্রকার প্যাকেজ বলা চলে। এবার সেই তালিকায় পর্যটকদের সুবিধার্থে শুরু করতে চলেছে রাজ্য সরকার মোবাইল ট্যুরিস্ট অ্যাপ।

পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন  ''রাজ্যের পর্যটন বিভাগ একটি অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে । যাতে পর্যটকরা কলকাতার বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি দেখার জন্য অনলাইনে টিকিট বুক করতে পারবেন ।'' সূত্রের মাধ্যমে  খবর, ইতিমধ্যে  এই অ্যাপ চালু করতে রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্তারা কয়েকটি আইটি সংস্থার সঙ্গে কথাও বলেছেন। তারা অ্যাপ্লিকেশনটি তৈরি করতে ইচ্ছুক  । মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করা থাকলে,পর্যটকদের  ঘণ্টার পর ঘণ্টা  লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা করতে হবে না আগে থাকতেই বুক করে রাখতে পারবে টিকিট। রাজ্য সরকারের এক আধিকারিক বলেন, ''শীতকালে, আমরা আলিপুর জুলজিক্যাল গার্ডেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং কালীঘাট মন্দিরের মতো অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলিতে প্রচুর লোকের সমাগম দেখেছি । যদি কোনও পর্যটক অ্যাপটি ইনস্টল করতে পারেন, তবে ঘোরা অনেক সহজ হয়ে যাবে । তাঁকে টিকিট বুক করতে হবে অনলাইনে ।''তিনি আরও  জানিয়েছেন, অ্যাপটি কলকাতার বাইরে বসবাসকারী পর্যটকদের জন্যও সহায়ক হবে "।
#Source: online/Digital/Social Media News   # Representative Image




Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন
Related News