Flash News
    No Flash News Today..!!
Friday, October 3, 2025

রুমকি থেকে হয়েছেন রুক্মিণী, পুজোর ছুটিতেই আমূল পরিবর্তন অধ্যাপিকার

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

ছুটির মধ্যেই আপাদমস্তক বদলে গেলেন রায়গঞ্জের অধ্যাপিকা রুমকী সরকার। কলেজের ছুটি চলাকালীন‌ই গ্রহণ করলেন সন্ন্যাস ধর্ম। এখন তাঁর নাম রুমকি সরকার থেকে হয়েছে রুক্মিণী দাস। অধ্যাপিকার এই হঠাৎ পরিবর্তনে চর্চা অব্যাহত শিক্ষাঙ্গনে। নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করেও যে কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজ করে যাওয়া যায় তাই বোধহয় প্রমাণ করতে চান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের 'ভূগোল' বিভাগের অধ্যাপিকা সদ্য সন্ন্যাস নেওয়া রুক্মিনী দাস। জানা গিয়েছে, শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, ডঃ এপিজে আব্দুল কালামের জীবন দর্শনকে অনুসরণ করেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডঃ রুমকী সরকার সন্ন্যাস ধর্ম নিয়ে হয়েছেন রুক্মিণী দাস। গেরুয়া বসনেই আসছেন ইউনিভার্সিটিতে। কর্তব্যপরায়ণ এই শিক্ষিকা সন্ন্যাস ধর্ম নিয়ে গেরুয়া বসনে নিচ্ছেন ক্লাসও। সন্ন্যাসিনী শিক্ষিকার কাছে পুঁথিগত শিক্ষার পাশাপাশি জীবন দর্শনের শিক্ষা পেয়ে খুশি পড়ুয়ারাও, খুশি তাঁর সহকর্মী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।
ডঃ রুক্মিণী দাস (রুমকি সরকার) এর বাড়ি বর্ধমানে। ২০০৬ সালে বর্ধমানের এক স্কুলে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে ২০১০ সালে বীরভূম জেলায় সহকারী অধ্যাপিকা হিসেবে কাজ‌ও শুরু করেন রুক্মিণী। পরবর্তীতে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অধ্যাপিকা হিসাবে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, অন্যান্য কর্মচারীদের সকলের কথায় চিরকালই খুব শান্ত স্বভাবের মানুষ এই রুক্মিণী দেবী। তবে জানা গিয়েছে, চলতি বছরের পুজোর ছুটিতেই নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন রুক্মিণী। ত্রয়ম্বোকেশ্বর গিয়ে সেখানে ক্ষাগেশ্বর মহারাজের কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন বলেই খবর।

তবে হঠাৎ এই পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করলে রুক্মিণী দেবী জানিয়েছেন, “আমি আমার পরিবারটাকে বড় করে নিয়েছি। আমার মা, দাদা, দিদি আছেন। ওনারা চাইলে আমার সঙ্গে মোবাইলে কথা বলতেই পারেন। আমি ওনাদের অনুমতি নিয়েই সন্ন্যাস নিয়েছি। আমি এই জীবনে যাওয়ার অভ্যাসে বা প্রস্তুতিতে ছিলাম অনেক দিন থেকে। এবার হঠাত্‍ করে সন্নাস গ্রহন করে ফেললাম। আমি ছোটোবেলা থেকেই স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ এবং ডাঃ এ.পি.জে আব্দুল কালামের জীবনী পড়ি। ওনাদের আদর্শ ভাল লাগে।” সব শেষে রুমকি দেবী জানান কর্মই জীবনে, আপাতত পুঁথিগত শিক্ষাই তিনি দিতে চান তাঁর পড়ুয়াদের। কারণ লোক শিক্ষা দেওয়ার যোগ্যতা এবং জ্ঞান এখনও তিনি অর্জন করে উঠতে পারেননি।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News