Flash News
Monday, September 22, 2025

অপেক্ষার অবসান: আগমন ঘটেছে জুনিয়র কাপুরের

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

খুশির খবর কাপুর পরিবারে। পরিবারে এসেছে নতুন সদস্য, জুনিয়র কাপুর। আলিয়া ভাট- এর কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। রণবীর আলিয়াকে সকাল সকাল হাসপাতালে দেখতেই আন্দাজ করে নিয়েছিলেন অনেকে।আজই যে বেবি কাপুর পৃথিবীর আলো দেখতে চলেছেন সেই ধারণাও মিলেছিল। নিতু কাপুর, সোনি রাজদন, থেকে শাহীন ভাট উপস্থিত ছিলেন সকলেই। বেলা ১২ টা নাগাদ তাঁকে লেবারে নিয়ে যাওয়া হয়। আলিয়া, যিনি এই বছরের জুনে তার গর্ভধারণের কথা ঘোষণা করেছিলেন, দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে তার এবং রণবীরের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। গত মাসে, কাপুর এবং আলিয়ার বন্ধুরা আলিয়া এবং রণবীরের মুম্বাইয়ের বাস্তুতে একটি অন্তরঙ্গ বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিল। আলিয়া উদযাপন থেকে স্বপ্নময় ছবি শেয়ার করেছেন এবং পোস্টটির ক্যাপশন দিয়েছেন, "শুধু...ভালোবাসা", তারপরে হলুদ হার্ট ইমোটিকন। অনুষ্ঠানে নীতু কাপুর, ঋদ্ধিমা, কারিশমা, শ্বেতা বচ্চন, সোনি রাজদান, শাহীন ভাট, মহেশ ভাট সহ কাপুর ও ভাটরা উপস্থিত ছিলেন। 

                                                                         

আলিয়া ভাট এবং রণবীর কাপুর দুজনেই তাদের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ব্রহ্মাস্ত্রের সাফল্যে মুগ্ধ। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন এবং মৌনি রায়। এরপরে, আলিয়াকে রকি অর রানি কি প্রেম কাহানিতে দেখা যাবে। পাঁচ বছরের সম্পর্কের পরেই গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া-রণবীর। বেবি সিম্বাকে নিয়ে মাসাইমারা যাবেন এও ভেবে রেখেছেন রণবীর। বাচ্চা সামলানো চারটি-খানি কথা নয়। তাই আগেভাগে ট্রেনিং নিতেও শুরু করেছিলেন রণবীর। পরিবারের সকলেই উপস্থিত থাকলেও রণবীরের বোন রিধিমা কিন্তু বিশেষ কারণেই অনুপস্থিত। এখন শুধুই খুদে সদস্যর নাম জানার পালা। রালিয়ার সন্তানকে একঝলক দেখতে উত্‍সুক নেটিজেনরা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব চলচ্চিত্র আজকের দিনে
Related News