Flash News
Tuesday, September 23, 2025

বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে উধাও পরিযায়ী শ্রমিক !

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বিল জমা দিতে গিয়ে অপহরণ করা হয় অশোক মুসাহরকে। মুক্তিপণের দাবিতে অপহরন করা হয় তাকে। তবে মুক্তিপণ পেলেও ছাড়া পাননি তিনি। ঘটনাটি ঘটেছে মালদার পাঁচ গ্রাম এলাকায়। অশোক মুসাহর একজন পরিযায়ী শ্রমিক। সূত্রের খবর , পুরাতন মালদার মঙ্গলবারি এলাকায় বিদ্যুৎ দফতরে বিল জমা দিতে যান তিনি। কিন্তু আর ফিরে না আসায় খোঁজাখুঁজি চলতে থাকে। স্থানীয় পুলিশ তদন্ত করে জানতে পারেন ,কায়কজন দুষ্কৃতী তাকে অপহরণ করে। দুষ্কৃতীরা ৫ লক্ষ টাকার দাবি করে মুক্তিপণ হিসেবে। প্রায় ৫৫ হাজার টাকা জোগাড় করে তাদের দেওয়া হলেও অপহৃত ব্যাক্তি ফিরে আসেনি। 

প্রায় ২মাস কেটে গেলেও অশোক বাড়ি না ফেরায় পরিবারের লোক বাধ্য হয়ে পুলিশের কাছে যায়। অশোক মুসাহরের স্ত্রী রিতা মুসাহর জানান , "আমাকে অপহরণকারীরা বলেছিল ৫ লাখ টাকা দিতে, না হলে মেরে ফেলে দেবে বলেছিল, আমি গরু ছাগল বিক্রি করে ৫৫ হাজার টাকা দিয়েছি। থানায় জানিয়েছি। কিন্তু এখনও কিছু হয়নি"। পুলিশি সূত্রে খবর , এই ঘটনায় কোনো ব্যাক্তিগত শত্রুতা ছিলো কি না তা খুঁটিয়ে দেখা হচ্ছে। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য অপরাধ
Related News