Flash News
Monday, September 22, 2025

কাপুর বংশে আগমন নতুন সদস্যের !

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

কাপুর বংশে আগমন হলো এক নতুন সদস্যের। এবার মা এর ভূমিকায় আলিয়া ভাট। তবে কোনো সিনেমার চরিত্রে নন। বাস্তবে আজ অর্থাৎ রবিবার মা হলেন আলিয়া ভাট। ১৪ ই এপ্রিল আলিয়া - রণবীরের বিবাহ হয়। তারপরই নেট দুনিয়া জুড়ে অন্তঃসত্ত্বা আলিয়া ভাট এর বহু ছবি ঘুরতে থাকে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুম্বইয়ের গিরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে আলিয়া জন্ম দেন এক নবজাত শিশুর। 

সূত্রের খবর ,সন্তান আসার পর বেশ কিছু দিন এই দম্পতি কর্ম থেকে বিরতি নেবেন। সন্তানের খেয়াল রাখা , পরিবারকে সময় দেওয়াই হবে এখন তাদের একমাত্র লক্ষ্য। তবে এই মুহূর্তে এক বিরাট ভক্তগণ অপেক্ষা করছে আলিয়া - রণবীরের সন্তানকে প্রকাশ্যে আনার। 


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News