Flash News
Tuesday, September 23, 2025

চাকরির আন্দোলনেই জীবনের গান

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

চাকরির আন্দোলনেই জীবনের গান। ধর্মতলার ধর্নামঞ্চ থেকেই শুরুর অধ্যায়টি গড়লেন খুকুমণি দলুই ও মিঠুন বিশ্বাস। আন্দোলনের পথেই নতুন পথের সওয়ারী দুই চাকরিপ্রার্থী। টানা ৬০০ দিনের আন্দোলনে বসে চাকরিপ্রার্থীদের যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে ভেঙেছে বহু সম্পর্কও। তবে এবার এই আন্দোলনে দেখা গেল চাকরি নিয়ে টানাপোড়েনের মধ্যেও মেদিনীপুর ও নদিয়ার মেলবন্ধন ঘটল এই আন্দোলনের ময়দানেই। আন্দোলনে এসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেদিনীপুরের খুকুমণি ও নদিয়ার মিঠুন। ২০১৬ সালে এসএলএস চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ আর তারপরেই তার মেরিট লিস্ট। কিন্তু নিয়োগে হঠাৎই সেই মেরিট লিস্টের ওয়েটিং-এর তালিকায় নাম উঠে আসে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম আর তার পরেই তারা অনশন শুরু করে। আর ঠিক তখনই শুরু হয় খুকুমণি ও মিঠুনের আলাপ। ২০২০ এর শেষে আন্দোলনে আলাপ আর ২০২২ সালে এসে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News