Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর ত্রিপুরায়

banner

journalist Name : Abhinaba

#আগরতলা:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Tripura Visit) সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর জারি আগরতলা জুড়ে। বিমানবন্দর থেকে আগরতলা শহর অবধি আসার রাস্তায় একাধিক ব্যানার, পোস্টার, পতাকা রয়েছে তৃণমূল কংগ্রেস ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

তৃণমূলের (TMC) তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, আজ বিকেলের দিকে তারা তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবে৷ ১৬ তারিখে মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক লড়াইকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷ ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, "যা করছে তা একটা নাটক। ত্রিপুরায় ওদের কোনও সংগঠন নেই। শিলচর, কাছাড়, কলকাতা থেকে লোক নিয়ে এসে ওরা মিছিল করত। আর আগামীকাল ১৫ তারিখ আমাদের মহিলা মোর্চার আগে থেকেই অনুষ্ঠান ঠিক করে রাখা ছিল।"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক সামাজিক
Related News