Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অতীতের তিক্ততা ভুলে ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করছিঃ জয়

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

অভিনেতা জয় মুখার্জি, যাকে 2018 সালে গ্রেপ্তার করা হয়েছিল, তার সহ-অভিনেতা ঐন্দ্রিলা শর্মা কে আঘাত করার অভিযোগ রয়েছে জিয়ন কাঠি'-এর সেটে। শোতে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন ঐন্দ্রিলা ও জয়। এই ঘটনার পরে সিরিয়াল থেকে জয় বাদ পড়েন। আর্টিস্ট ফোরাম থেকেও তাকে কয়েক মাসের জন্য ব্যান করা হয়।  মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।বর্তমানে হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ঐন্দ্রিলার মস্তিষ্কে শুরু হয়ে গিয়েছে রক্তক্ষরণ। নিউরো-সার্জন ডঃ নিলয় বিশ্বাস-এর তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার করা হলেও কোমায় চলে যান ঐন্দ্রিলা। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে তাঁর মা জানিয়েছেন, গতকাল রাতে জ্ঞান ফিরেছে ঐন্দ্রিলার। চোখ খুলেছেন তিনি, নেড়েছেন বাঁ হাতের আঙুল। কিন্তু বাহাত্তর ঘন্টা না কাটলে কিছু বলতে চাইছেন না চিকিৎসকরা।
কিন্তু অপরাধবোধে ভুগছেন জয় মুখার্জি। অভিনেতা জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরনো কথা মনে রাখতে চান না তিনি। খবরটা শোনার পর থেকেই তাঁর অনুতাপ হচ্ছে। হাসপাতালে যেতে না পারলেও তিনি ঐন্দ্রিলার সুস্থতার জন্য প্রার্থনা করবেন। ধারাবাহিকের সময় তাঁদের মধ্যে সমস্যার কথাও জানান অভিনেতা। জয় জানান, ১০০ পর্বের শুটিং হয়েছিল। একদিনের ঘটনায় সব এলোমেলো হয়ে যায়। জয় চান, ঐন্দ্রিলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
ক্যান্সার জয়ী ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর সব ভক্তরা। টেলিপাড়ার সবাই বলেছেন, "ফাইট ঐন্দ্রিলা, ফাইট"। দু-বারের ক্যানসার জয়ী অভিনেত্রী ফিনিক্স হয়ে ফিরে আসবেন প্রার্থনা সকলের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News