#Pravati Sangbad Digital Desk:
জমিয়ে শীত না পড়লেও ভোরের দিকে ভালোই শীতের আমেজ পাচ্ছেন কলকাতাবাসীরা। আগামী কয়েকদিন একই আবহাওয়া থাকবে এই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬৮ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার পর থেকেই দুর্যোগ কেটে শিরশিরানি ফিরে এসেছিল দক্ষিণবঙ্গে। ফিরে এসেছিল শুষ্ক আবহাওয়ার মেজাজ। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।
দুর্গাপূজায় কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই। কালিপূজার সময় প্রবল হয়ে উঠেছিল সিতরাং- এর ভ্রুকুটি। অক্টোবরের শেষ সপ্তাহে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছিল। গত শনিবার তা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। বস্তুত, গত দশ বছরে অক্টোবরের শীতলতম দিন ছিল ২৯ তারিখ, শনিবার। অক্টোবরের শেষ সপ্তাহেই তাপমাত্রার নিম্নমুখী প্রবণতায় শীত আসন্ন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ নামবে। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ভোরের দিকে শীতের শিরশিরানি মালুম পড়ছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে আমেজ উধাও হয়ে যাচ্ছে।